‘তিয়াসার রাগটা যদি…’, নিজের জন্মদিনে এ কী বলে ফেললেন সোহেল?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 20, 2025 | 5:49 PM

অতীত ভুলেছেন তিয়াসা লেপচা। 'কৃষ্ণকলি' সিরিয়াল যেমন তাঁর পেশা জীবন বদলে দিয়েছে। তেমনই আবার ব্যক্তিগত জীবনেও এসেছে অনেক পরিবর্তন। বিপুল ঝড় ঝাপটা গিয়েছে নায়িকার উপর। ছোট বয়সে ডিভোর্স। তার পর নানা আলোচনা-সমালোচনা।

তিয়াসার রাগটা যদি..., নিজের জন্মদিনে এ কী বলে ফেললেন সোহেল?

Follow Us

অতীত ভুলেছেন তিয়াসা লেপচা। ‘কৃষ্ণকলি’ সিরিয়াল যেমন তাঁর পেশা জীবন বদলে দিয়েছে। তেমনই আবার ব্যক্তিগত জীবনেও এসেছে অনেক পরিবর্তন। বিপুল ঝড় ঝাপটা গিয়েছে নায়িকার উপর। ছোট বয়সে ডিভোর্স। তার পর নানা আলোচনা-সমালোচনা। তবে এখন নাকি অনেকটাই থিতু হচ্ছেন অভিনেত্রী। জীবনে প্রেম আবার ফিরে এসেছে। অভিনেতা সোহেল দত্ত এবং তিয়াসা নাকি প্রেম করছেন। মাঝে তাঁদের দুরত্ব তৈরি হয়েছিল।

তবে সব মান-অভিমান ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। অন্তত সোহেলের জন্মদিনের ছবি এমটাই বলছে। ২০ জানুয়ারি অভিনেতার জন্মদিন। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে একটি বার্থডে পার্টির আয়োজন করেছিলেন সোহেল। সেখানে বিশেষ ভাবে চোখে পড়ল তাঁদের সমীকরণ। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, সোহেল এবং তিয়াসার এনগেজমেন্টও হয়ে গিয়েছে। অন্তত অনন্যার গুহর ভ্লগ সেই জল্পনাই আরও উসকে দিয়েছে। সত্যিই কি এর মধ্যে বাগদানও সেরে ফেলেছেন তাঁরা?

এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে সোহেলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না এই মুহূর্তে সে সব নিয়ে আমরা কিছু ভাবছি না। তিয়াসা আর আমি খুব ভাল বন্ধু। অনেক সময় ঝগড়া হয়। আবার সব মিটে যায়। ওই মাখো মাখো প্রেম আছে কি নেই সে কথা বলতে পারব না। তবে হ্যাঁ, এটা ঠিক তিয়াসা আমার জীবনে বন্ধুর থেকেও বেশি।” তাঁরা প্রেমে আছে কি নেই ধোঁয়াশা কিছুটা হলেও জারি রাখলেন সোহেল। তবে বন্ধুত্বের চেয়েও যে তিয়াসা তাঁর জীবনে আরও অনেকটা জায়গা জুড়ে আছেন সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, সোহেলকে জন্মদিনে একগুচ্ছ উপহার দিয়েছেন তিয়াসা। অভিনেতা জানান, ভাল একটা ওয়ালেট, জুতো, জ্যাকেট অনেক কিছুই তাঁকে উপহার দিয়েছেন তিয়াসা। তবে সোহেলের একটাই আর্জি, “তিয়াসার রাগটা যদি একটু কমত তাহলই আমি বেঁচে যেতাম।”

Next Article