হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস! সোহমের প্রিয় কোনটা?হাসতে হাসতে জবাব দিলেন নায়ক

Soham Chakraborty: প্রায় ৩৭ বছর হতে চলল মুক্তি পেয়েছে দেবিকা মুখোপাধ্যায় এবং প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'ছোট বউ'। যে ছবি এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। এক দিকে যেমন দেবিকার অভিনয় মন ছুঁয়েছিল। তেমনই আবার ছবিতে আর এক জনও মন জয় করেছিল সবার।

হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস! সোহমের প্রিয় কোনটা?হাসতে হাসতে জবাব দিলেন নায়ক

| Edited By: উত্‍সা হাজরা

Jan 09, 2025 | 10:47 AM

প্রায় ৩৭ বছর হতে চলল মুক্তি পেয়েছে দেবিকা মুখোপাধ্যায় এবং প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘ছোট বউ’। যে ছবি এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। এক দিকে যেমন দেবিকার অভিনয় মন ছুঁয়েছিল। তেমনই আবার ছবিতে আর এক জনও মন জয় করেছিল সবার। তিনি হলেন অভিনেতা সোহম চক্রবর্তী।

অভিনেতার পাশাপাশি তিনি এখন তৃণমূল বিধায়কও বটে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর সেই প্রথম ছবির সংলাপ কেউ ভোলেননি। তা হল ‘মা একটু হরলিক্স দাও না’। সোশ্যাল মিডিয়ায় এখনও ভাইরাল তাঁর সংলাপের সেই মিম। যদিও সবটাই নায়ক মজার ছলেই নেন। এই যেমন সম্প্রতি নায়ককে প্রশ্ন করা হয় তিনি কী খেতে ভালবাসেন হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস? হাসতে হাসতে সেই উত্তরও দেন অভিনেতা।

 

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সোহমের অভিনীত ছবি ‘ফেলুবক্সী’। যে ছবিতে নায়কের সঙ্গে দেখা যাবে মধুমিতা সরকার এবং বাংলাদেশি অভিনেত্রী পরীমণিকে। এই নতুন ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। তার মাঝেই নায়ককে তাঁর প্রিয় কোনটা প্রশ্ন করা হয়। হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস? হাসতে হাসতে সোহম বলেন, “এখন তো কোল্ডড্রিঙ্কস। ছোটবেলায় হরলিক্স খেতাম।” উত্তর দিয়েই হাসতে শুরু করেন অভিনেতা। বোঝাই যাচ্ছে এই ছোট ছোট ইয়ার্কিগুলো চুটিয়ে উপভোগ করেন নায়ক। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই প্রথম বার এ পার বাংলায় বড় পর্দায় দেখা যাবে পরীমণিকে। দুই নতুন নায়িকার সঙ্গে নায়কের সমীকরণ দেখার অপেক্ষায় দর্শক।