আগেই বিয়ে ভেঙেছে, সোহেলের সঙ্গে এবার প্রেমও ভাঙল তিয়াসার
গতকাল অর্থাৎ শুক্রবার (১৯ জানুয়ারি) জন্মদিন ছিল সোহেলের। জন্মদিন উপলক্ষে বড় পার্টিও দিয়েছিলেন তিনি। হাজির ছিলেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় সহ টলিউডের বেশ কিছু চেনা মুখ। কিন্তু তিয়াসার দেখা মেলেনি কোথাও। এর পরেই গুঞ্জন আরও জোরালো হয়।

সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছিলেন তিয়াসা লেপচা। অভিনেতা সোহেল দত্তের সঙ্গে তাঁর প্রেমের কথা কারও অজানা ছিল না। তবে মাস খানের ধরেই শোনা যাচ্ছিল সেই প্রেমেও নাকি হয়েছে ভাঙন! ওদিকে ২০২৫-এর অক্টোবরে বিয়ের কথা নিজেই এক রিয়ালিটি শো’র মঞ্চে এসে বলেছিলেন ‘কৃষ্ণকলি’। তাহলে?
গতকাল অর্থাৎ শুক্রবার (১৯ জানুয়ারি) জন্মদিন ছিল সোহেলের। জন্মদিন উপলক্ষে বড় পার্টিও দিয়েছিলেন তিনি। হাজির ছিলেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় সহ টলিউডের বেশ কিছু চেনা মুখ। কিন্তু তিয়াসার দেখা মেলেনি কোথাও। এর পরেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে কি সত্যিই ব্রেকআপ? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তিয়াসার সঙ্গে। তিনি এই মুহূর্তে কোচবিহারে আছেন। সেখানে শো আছে তাঁর। পার্টিতে না যাওয়ার কি এটিই কারণ? তিয়াসা সেভাবে কিছু না বললেও এ কথা সত্যি যে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে বন্ধুত্ব রয়েছে। তিক্ততা নেই দু’জনের মধ্যে। আর ওই যে বিয়ের কথা বলেছিলেন তিয়াসা! তাহলে কি বিয়ে হচ্ছে না? তিয়াসার কথায়, “আমি এমনিই বলেছিলাম ২০২৫-এর বিয়ে করে নেব। অক্টোবর বলেছিলাম কারণ, ওই সময় আবহাওয়াটা বেশ ভাল থাকে। খুব একটা গরমও নয়, আবার খুব বেশি ঠাণ্ডাও পড়ে না। সেটা নিয়ে যে আলোচনা হবে বুঝতে পারিনি।” মাস দুয়েক আগেই ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এর কাজ শেষ করেছেন তিয়াসা। আপাতত ধারাবাহিকেই ফোকাস থাকতে চান তিনি। কথাবার্তা চলছে, তবে এখনও কিছু ফাইনাল হয়নি বলেই জানিয়েছেন তিয়াসা।
View this post on Instagram
খুব ছোট বয়সেই সুবানের সঙ্গে বিয়ে হয় তিয়াসার। তবে সে বিয়ে কিছু বছর পড়েই ভেঙে যায়। এই মুহূর্তে দু’জনের কোনও যোগাযোগ নেই। সুবানও এই ইন্ডাস্ট্রির অংশ। আর এই ইন্ডাস্ট্রি মারফৎই তিয়াসার আলাপ হয় সোহেলের সঙ্গে। সেই প্রেমেও বিচ্ছেদ। আপাতত কাজ নিয়েই থাকতে চান তিয়াসা। প্রেম, বিয়ে না হয় তোলা থাক আগামী দিনের জন্য।





