কেঁদে ভাসাচ্ছেন সোহিনী, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই এ কোন ছবি ফাঁস?
Sohini Sarkar: কখনও ঘুরতে যাওয়ার ভিডিয়ো, কখনও তাঁদের সংসারের অন্দরমহলের ভিডিয়ো, নেটিজেনদের হাতেহাতে ভাইরা হয়ে যায়। তবে বিয়ের একবছর ঘুরতে না ঘুরতেই এ কী হল সোহিনীর? মধ্য রাতে এ কোন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠল ভাইরাল?
এখন চুটিয়ে সংসার করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। প্রেমিক-গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। তার মধ্যেই ভাইরাল হয়ে চলেছে জুটির একাধিক ক্লিপিং। কখনও ঘুরতে যাওয়ার ভিডিয়ো, কখনও তাঁদের সংসারের অন্দরমহলের ভিডিয়ো, নেটিজেনদের হাতেহাতে ভাইরা হয়ে যায়। তবে বিয়ের একবছর ঘুরতে না ঘুরতেই এ কী হল সোহিনীর? মধ্য রাতে এ কোন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠল ভাইরাল? হাউ হাউ করে কাঁদছেন নায়িকা। দুচোখ থেকে ঝরঝর করে ঝরছে জল। কেঁদে ভাসাচ্ছেন তিনি। কিন্তু কী এমন হল? নাহ, পারিবারিক কোনও সমস্যা নয়, বরং পিঁয়াজ কাটতে গিয়ে তিনি চোখের জলে নাকের জলে হলেন। বললেন, চোখে যেন কল আছে…। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল।
এই ভিডিয়ো কোনও রাজ দুঃখ অভিমানের ছিল না। তবে সন্দেশ টিভির পডকাস্ট শোতে আমন্ত্রিত অতিথি হয়েএসে একবার সেই প্রসঙ্গেও মুখ খুলেছিলেন সোহিনী। রাগ-দুঃখ-বিরক্তি নিয়ে কিছু কথা বলেছিলেন অকপটে। কী বলেছিলেন তিনি?
অভিনেতারা এমনিতেই স্পর্শকাতর। আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে তাঁদের দুঃখ-যন্ত্রণা অনেকটাই বেশি। তাঁরা মান-অভিমানও করেন বেশিমাত্রায়। লেখক তাঁর মনটাকে উজাড় করে দেন লেখায়। কবি কবিতায়। গায়ক গানে। চিত্রশিল্পী ক্যানভাসে। আর অভিনেতারা অভিনয়ে। সোহিনীর সাফ কথা, কেবল আনন্দে থাকলেই অভিনয় করতে ইচ্ছা করে, এমনটা কিন্তু নয়। তিনি বলেছেন, “আমি এমন কিছু কাজ করতে চাই, যেটা আমার ভিতরের রাগকে বের করতে পারে। আমার ভিতরের হিংসেকে বের করতে পারে। আমার বিরক্তিকে কমাতে পারে।”
সোহিনী মনে করেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে পড়লেই বিরক্তি দূর হয় না। চারপাশে ঘটে যাওয়া অশান্তি ভুলে থাকা যায় না। তাঁর কথায়, “আমার জীবনে একটা ভাল প্রেম আছে মানেই আমি ভাল আছি, এমনটা কিন্তু ঠিক নয়। মানুষ একা বাঁচতে পারেন না। সমাজ তৈরি হয়েছে চারপাশের মানুষকে নিয়ে থাকার জন্য। সেই চারপাশের মানুষগুলোই যদি ভাল না থাকে, আমি কীভাবে ভাল থাকব। তাই সেই খারাপ থাকা থেকে তৈরি হওয়া বিরক্তি বের করার জন্য কাজ করতে চাই।”