AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সদ্য বিবাহিত সোহিনীকে দেখে অবাক সকলে! ‘আপনি যে এভাবে…’

প্রসঙ্গত, তারাতলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে 'বাওয়ালি'তে বিয়ে করেছিলেন শোভন ও সোহিনী। হাজির ছিলেন টলিউডের চেনা মুখেরা। অতিথি সংখ্যা খুব একটা মন্দ হয়নি। তাঁদের পছন্দকরা ফার্মহাউজটি কি মধ্যবিত্তের নাগালেন মধ্যে? কত লাগে প্রতি দিন?

সদ্য বিবাহিত সোহিনীকে দেখে অবাক সকলে! 'আপনি যে এভাবে...'
| Updated on: Jul 30, 2024 | 9:14 PM
Share

এই সবে বিয়ে সেরেছেন অভিনেত্রী সোহিনী সরকার। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর থেকেই তাঁকে নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। চলেছে নানা চর্চা। তবে এবার সোহিনীকে দেখে খুশি তাঁর ভক্তরা। সম্প্রতি নতুন এক ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন সোহিনী। নতুন বউয়ের রূপ দেখে হাঁ সকলেই। মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা পরে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সদ্য বিবাহিতের ছাপ তিনি অটুট রেখেছেন এখনও তা দেখতে পেয়েই নেটিজেনরা খুশি। সবাই এক বাক্য বলছে, “কী সুন্দর লাগছে, আপনি যে এভাবে বিবাহিতের চিহ্ন বজায় রেখেছেন তা দেখে ভাল লাগছে”।

প্রসঙ্গত, সোহিনীর বিয়ের পর একের পর এক সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাঁকে। তাঁর প্রাক্তন রণজয় বিষ্ণুকে নিয়েও হয়েছে আলোচনা। রণজয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁর প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহ ঠাকুরতা। তাতে সায় দেন সোহিনীও। টিভিনাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রণজয়ের উপর ক্ষোভ উগরে দেন তিনি।

রণজয়কে উদ্দেশ্য  করে তাঁকে বলতে শোনা যায়,  “কেউ কারও ভাল যদি সত্যি চেয়ে থাকে তবে সে তো আমায় ব্যক্তিগত ভাবে সেই ভাল চাওয়াটা ব্যক্ত করবে। কই সেরকমটা তো তাঁর ক্ষেত্রে দেখিনি? আমার সঙ্গে যার একসময় সম্পর্ক ছিল, যে যদি মন থেকে চায় যে আমি ভাল থাকি তবে আমার বিয়ের পর বা তার আগেও কখনও একটা মেসেজ করে বলেনি তো যে ‘ভাল থাকিস’– এ কেমন ভাল চাওয়া আমি সত্যি জানি না! ইন্ডাস্ট্রির প্রায় সকলে, স্বস্তিকাদি,  শুভশ্রী থেকে শুরু করে সৃজিতদা, সবাই শুভেচ্ছা জানিয়েছে… শুভকামনা এসেছে তাঁদের তরফে, কিন্তু আমার প্রাক্তন, মিডিয়া বাইট দেওয়া ছাড়া আর কিচ্ছু করেছে বলে আমি অন্তত জানি না।” পাল্টা উত্তর আসে রণজয়র তরফেও। তবে সে সব দূরে সরিয়ে আপাতত নিজের নতুন পথচলায় পুরোদস্তুর মনোনিবেশ সোহিনীর। শোভনের সঙ্গে চুটিয়ে করছেন সংসার।