বিরতির পর ফিরছেন শোলাঙ্কি! দর্শকদের জন্যে কোন সুখবর অপেক্ষায়?

‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে মেঘলার চরিত্রে অভিনয় করে বাংলা টেলিভিশন জগতে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন শোলাঙ্কি রায়। এরপর ‘গাঁটছড়া’ ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তবে মাঝে কিছুদিন ছোট পর্দা থেকে দূরে থাকলেও এবার নয়া গুঞ্জন টেলিদুনিয়ায়। ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি।

বিরতির পর ফিরছেন শোলাঙ্কি! দর্শকদের জন্যে কোন সুখবর অপেক্ষায়?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 20, 2025 | 4:19 PM

শোলাঙ্কি রায়, পর্দায় যিনি যে কোনও ভূমিকাতেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন। সে মেঘলা হোক কিংবা খড়ি, পর্দায় শোলাঙ্কি মানেই দর্শকমনে প্রত্যাশা তুঙ্গে। ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে মেঘলার চরিত্রে অভিনয় করে বাংলা টেলিভিশন জগতে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন শোলাঙ্কি রায়। এরপর ‘গাঁটছড়া’ ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তবে মাঝে কিছুদিন ছোট পর্দা থেকে দূরে থাকলেও এবার নয়া গুঞ্জন টেলিদুনিয়ায়। ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি।

এই খবরে স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুরাগীরা। শোনা যাচ্ছে স্টার জলসার সঙ্গেই আবারও চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। যদিও ছোটপর্দার পাশাপাশি ওয়েব সিরিজ, সিনেমাতেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন শোলাঙ্কি। বর্তমানে শোলাঙ্কির মূল নজর সিনেমা কিংবা ওয়েব সিরিজেই। TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কোনও ক্ষেত্রেই তাঁর অভিনয়ে না নেই। তবে নতুন নতুন চরিত্র দর্শকদের উপহার দিতে চান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ছবি ‘ভাগ্যলক্ষ্মী’, যেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া তাঁকে দেখা গিয়েছে ‘বিষহরি’ ওয়েব সিরিজেও। সামনে মুক্তি পেতে চলেছে প্রতীম ডি গুপ্ত পরিচালিত নতুন ছবি ‘রান্নাবাটি’।

তবে এর পাশাপাশি এবার ছোটপর্দায় কাজের প্রস্তাব গ্রহণ করেছেন বলেই শোনা যাচ্ছে। যদিও এই প্রসঙ্গে এখনও নিশ্চিত কিছু জানাননি নায়িকা। তবে অন্দরমহলের খবর, সব ঠিক থাকলে শীঘ্রই শুরু হয়ে যাবে নতুন ধারাবাহিকের কাজ। ফলে আর কিছুদিনের অপেক্ষা মাত্র।