
১৯৫৮-র ২৯ সেপ্টেম্বর চন্দননগরে জন্ম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বায়ো-মেডিক্যালে স্নাতক।

১৯৮০-তে তরুণ মজুমদার পরিচালি 'দাদার কীর্তী' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। ট্রেনে হঠাতই সহকারী পরিচালক শ্রীনিবাস চক্রবর্তীক নজরে পড়েন তাপস পাল। তারপরই তাঁর বড় পর্দার যাত্রা শুরু।

ঝুলিতে একের পর এক হিট ছবি। 'পারাবত প্রিয়া', 'ভালবাসা ভালবাসা', 'গুরু দক্ষিণা'। মহুয়া রায়চৌধুরি, দেবশ্রী রায়, শতাব্দী রায়ের সঙ্গে তাপস পালের জুটি নজর কাড়ে দর্শকদের।

বিজয় বোস পরিচালিত 'সাহেব' তাপস পালের জীবনেক অন্যতম সেরা ছবি। এই ছবির জন্য ১৯৮১-তে 'ফিল্মফেয়ার' অ্যাওয়ার্ড পান অভিনেতা।

১৯৮৪-তে হিন্দি ছবিতে অভিষেক ডেবিউ করেন। নায়িকা ছিলেন মাধুরি দীক্ষিত । ছবির নাম ছিল 'অবোধ'।

বেশ কয়েক বছর পর তৃণমূলে যোগ দেন অভিনেতা তাপস পাল। ২০০১ থেকে টানা ২০০৯ পর্যন্ত আলিপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তারপর ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত কৃষ্ণনগরে সাংসদ পদে নির্বাচিত হন অভিনেতা।