ইনস্টা হ্যান্ডেলে কেন লেখা ‘অসলি’? কারণ বললেন সোনাক্ষী

এত ট্রোল হয়েছেন এক সময়ে যে মন খারাপ হয়ে যেত অভিনেত্রীর...

ইনস্টা হ্যান্ডেলে কেন লেখা ‘অসলি’? কারণ বললেন সোনাক্ষী
সোনাক্ষী সিনহা

|

Mar 21, 2021 | 1:53 PM

ট্রেলিংকে এখন আর পাত্তা দেন না অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। কিন্তু এই ট্রোলিং এক সময়ে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছিল অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “একটা সময় ছিল যখন আমি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ে আমার সম্পর্কে যা বলা হত তা শুনে আমি সত্যিই বিরক্ত হতাম এবং প্রতিক্রিয়া দেখাতাম। তবে এখন আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছি যখন এটি আমাকে আর প্রভাবিত করে না এবং আমি এগিয়ে যেতে শিখেছি,”

 

আরও পড়ুন মুখার্জি থেকে ‘মিসেস চ্যাটার্জি’, রানির জীবনে নতুন মোড়!

 

তিনি আরও বলেন, “যে মানুষগুলো ফোনের পিছনে লুকিয়ে থেকে ক্রমাগত নেগিটিভিটি ছড়াতে থাকে, তাঁদের আমার জীবনে গুরুত্ব নেই। আমার ফ্যানেরা আমায় চূড়ান্ত সমর্থন করে এবং এটিই গুরুত্বপূর্ণ। আমি সোশ্যাল মিডিয়ায় নিজের আমিত্বকে বজায় রাখি, এবং আমি এটিকে ‘অসলি’ (সত্যি) রেখে চলেছি,”

 

 

প্যান্ডেমিকের কারণে এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছে বলিউড। সিনেমাহল-শুটিং সব বন্ধ হয়ে গিয়েছিল। এবং এ কারমেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আরও প্রকট হয়ে উঠেছে। সোনাক্ষী এ প্রসঙ্গে বলেন, “ডিজিটাল রিলিজের কারণে লকডাউনের সময়ে দর্শকদেরকে আরও কাছাকাছি চলে আসে সিনেমা। ওটিটির ভিউয়ারশিপ অবশ্যই সত্যিই বিরাট কিন্তু বড় পর্দায় সিনেমা দেখার আলাদা আকর্ষণ রয়েছে,”

সোনাাক্ষী আরও বলেন, “আমাকে যা খুশি করে, এমনই সব দুর্দান্ত কাজ করা চালিয়ে যেতে চাই। সেটা ওটিটি অথবা থিয়েটার রিলিজ হতে পারে। আমার কাছে কনটেন্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে, আমি আমার শো-য়ের কাজ শেষ করতে চলেছি। এছাড়া ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আরও কয়েকটি প্রোজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং, প্রচুর এক্সাইটিং কিছু আসতে চলেছে।”