AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখার্জি থেকে ‘মিসেস চ্যাটার্জি’, রানির জীবনে নতুন মোড়!

রুপে গুণে বঙ্গ কন্যা শুধু বাঙালির নয়, গোটা দেশের মনে হয়ে উঠেছেন ‘রানি’।

মুখার্জি থেকে 'মিসেস চ্যাটার্জি', রানির জীবনে নতুন মোড়!
রানি।
| Updated on: Mar 21, 2021 | 12:12 PM
Share

নয়ের দশকের মাঝামাঝি থেকে ২০০০ সাল তিনি মাতিয়ে রেখে ছিলেন বিগ স্ক্রিন। রিয়েলিস্টিক অ্যক্টিংয়ের জন্য বারবার তাঁর নাম উঠে এসেছে শিরোনামে। রুপে গুণে বঙ্গ কন্যা শুধু বাঙালির নয়, গোটা দেশের মনে হয়ে উঠেছেন ‘রানি’। আজ রানি মুখার্জির জন্মদিন। তেতাল্লিশ পা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন ‘অ্যাটিটিউড’ নিয়ে টলিপাড়ায় ট্রেন্ডিংয়ে থাকলেন আবির!

এই ‘বিগ ডে’-তে এক বড় খবর দিলেন তাঁর ফ্যানদের। রানি অভিনীত পরের ছবির ঘোষণা করলেন তিনি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রযোজক মনিশা আদবানি, মধু ভোজওয়ানি এবং নিখিল আদবানি এবং জি স্টুডিওজের যৌথ প্রযোজনায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র আর কিছুদিনের মধ্যে শুটিং শুরু হতে চলেছে। গোটা দেশের বিরুদ্ধে এক মায়ের লড়াইয়ের অব্যক্ত গল্প নিয়ে তৈরি হতে চলেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

বহুদিন প্রযোজনা সংস্থা ‘ইয়াশ রাজ ফিল্মস’-এর ব্যানারের বাইরে বেরিয়ে রানি কাজ করতে চলেছেন। রানি বলেন, “সত্যি বলতে, আমার জন্মদিন উদযাপনে জীবনের এক গুরুত্বপূর্ণ ফিল্মের ঘোষণার চেয়ে আর কিছু ভাল হতে পারে না। অভিনয়ের ২৫তম বছরে, সম্ভবত আমার কেরিয়ারের সবচেয়ে বিশেষ এবং উল্লেখযোগ্য ফিল্মগুলোর মধ্যে একটিতে সাইন করতে চলেছি।” তিনি আরও বলেন, “ ‘রাজা কি আয়েগি বারাত’ ছবিতে আমার কেরিয়ার শুরু করেছিলাম, যেটা ছিল নারীকেন্দ্রিক ফিল্ম এবং কাকতালীয়ভাবে আমার ২৫তম বছরে আমি এমন এক ফিল্মের ঘোষণা করছি যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং গোটা দেশের বিপক্ষে গিয়ে এক নারীর সংকল্পকে সামনে আনে।  ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র সত্যিকারের মানবিক দৃঢ়তার গল্প এবং এটি এমন এক ফিল্ম যা সমস্ত মায়েদের জন্য উৎসর্গ। আমার পড়া অন্যতম অনবদ্য স্ক্রিপ্ট, সময় নিয়ে পড়েছি, এবং ঠিক করে ফেলি যে ছবিটা করব।”