
গত কয়েক মাসে কলকাতায় অনুষ্ঠান করেছেন সঙ্গীতজগতের মহারথীরা। ব্রায়ান অ্য়াডামস, দিলজিৎ দোসাঞ্ঝ, সুনিধি চৌহান, মতো জনপ্রিয় গায়কেরা। আর রবিবার কলকাতার এলেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক সোনু নিগম। তবে গান শুরুর আগেই দর্শকদের উপর হঠাৎই চটলেন গায়ক। রেগেমেগে মঞ্চ থেকেই চড়ালেন সুর।
সোশাল মিডিয়ায় সোনুর এক অনুরাগীই শেয়ার করেছেন এমন এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়েই রীতিমতো শ্রোতাদের হুমকি দিচ্ছেন সোনু। প্রায় চিৎকার করেই সোনু বলে উঠছেন, চুপচাপ বসুন! আমার সময় নষ্ট হচ্ছে।
সোনু কলকাতার অনুষ্ঠানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সবে শো শুরু করছেন সোনু। তখনও দর্শকরা মঞ্চের সামনে রাখা আসনে বসার জন্য তৈরি হচ্ছেন। কেউ কেউ সোনুকে দেখে দাঁড়িয়েও পড়েছেন। ঠিক সেই সময়ই মঞ্চ থেকেই চিৎকার করে উঠলেন সোনু। সোনু বললেন, যদি এত দাঁড়াতে ইচ্ছে করে তো, ভোটে গিয়ে দাঁড়ান। আমার সময় নষ্ট হচ্ছে। আমাকে একটা বাধাধরা সময়ের মধ্য়ে গান গাইতে হবে। তাই চুপচাপ বসে পড়ুন।
এখানেই শেষ করেননি গায়ক। একই সঙ্গে বলে চললেন, তাড়াতাড়ি বসুন, নাহলে বেরিয়ে যান। জায়গাটা খালি করুন। আমার হাতে এতটাও সময় নেই।
সোনুর এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে গায়কের অনুরাগীরা একেবারে হতবাক। নেটিজেনরা একাংশ বলছেন, শ্রোতাদের উপর এভাবে চিৎকার করে মোটেই ঠিক করেননি সোনু।
কয়েকদিন আগেই অরিজিৎ সিং পদ্মশ্রী পাওয়ায় বিতর্কিত মন্তব্য করেছিলেন সোনু। তা নিয়েও সোশাল মিডিয়া শোরগোল পড়ে গিয়েছিল। সেই বিতর্কে ইতি পড়তে না পড়তেই, ফের বিতর্কে জড়ালেন গায়ক।
সোনু বলেছিলেন, এদেশে এমন দুজন গায়ক রয়েছেন, যাঁরা গোটা দুনিয়ার গায়কদের অনুপ্রাণিত করে। এর মধ্যে একজনকে অবশ্য পদ্মসম্মান দেওয়া হয়েছে। যিনি হলেন মহম্মদ রফি। তবে আরেক জন পদ্মশ্রী পাননি। তিনি হলেন কিশোর কুমার। মরণোত্তর তো পুরস্কার দেওয়া হচ্ছে?
এখানে শেষ করেননি সোনু। তিনি বলেন, তবে এখনও অনেক গায়ক রয়েছেন, যাঁদের গানের যাত্রা সমৃদ্ধ। যেমন অলকা ইয়াগ্নিক। তিনিও কিছুই পাননি। এর পরেই রয়েছে শ্রেয়া ঘোষাল, দীর্ঘদিন ধরেই তাঁর দারুণ প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন। রয়েছেন সুনিধি চৌহান। নতুন প্রজন্মের কাছে তিনি তো আইডল। তবুও তাঁর কপালে কিছুই জোটেনি।