সোনু সুদ গ্রেফতারের নির্দেশ! রেগে গিয়ে নায়ক লিখলেন…

সকাল থেকে বলিপাড়ায় তোলপাড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে সোনু সুদ। অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লুধিয়ানার একটি আদালত। লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছে।

সোনু সুদ গ্রেফতারের নির্দেশ! রেগে গিয়ে নায়ক লিখলেন...

| Edited By: উত্‍সা হাজরা

Feb 07, 2025 | 6:42 PM

সকাল থেকে বলিপাড়ায় তোলপাড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে সোনু সুদ। অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লুধিয়ানার একটি আদালত। লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছে। এই ঘটনার পর এবার মুখ খুললেন নায়ক।

সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেছেন অভিনেতা। সোনু লেখেন, “আমি কিছু বিষয় স্পষ্ট করে দিতে চাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে খবর ছড়াচ্ছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। আমি বিষয়টি সোজা করে তুলে ধরতে চাই। মামলাটি আসলে তৃতীয় পক্ষের। মাননীয় আদালত আমাকের তৃতীয় পক্ষের এই মামলায় সাক্ষী হিসাবে তলব করেছিল। যার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। আমাদের আইনজীবীরা প্রতিক্রিয়া জানিয়েছেন ১০ ফেব্রুয়ারি, ২০২৫-এ আমরা একটা বিবৃতি দেব যেটি কিনা এই মামলায় আমার জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করবে।”

 

নায়ক আরও যোগ করেন। লেখেন, “আমরা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নই বা কোনওভাবেই যুক্ত নই। এটা শুধু মিডিয়ার অহেতুক দৃষ্টি আকর্ষণের জন্য। এটা খুবই দুঃখজনক যে সেলিব্রিটিরা ক্রমাগত সফট টার্গেটে পরিণত হন। আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।”