আগুনে ঝলসে গিয়েছে উরু, ভয়াবহ দুর্ঘটনার মুখে সুরজ পাঞ্চোলি

গুরুতর আহত অভিনেতা সুরজ পাঞ্চোলি। বলিসূত্র বলছে, ছবির শুটিং করার সময়ই ঘটেছে দুর্ঘটনা। এই মুহূর্তে সুরজ ব্যস্ত তাঁর 'কেশরী বীর:লেজেন্ড অফ সোমনাথ' ছবির কাজ নিয়ে। সেই সেটেই নাকি ঘটেছে এমন ঘটনা। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে ঘটেছে যত বিপত্তি।

আগুনে ঝলসে গিয়েছে উরু, ভয়াবহ দুর্ঘটনার মুখে সুরজ পাঞ্চোলি

| Edited By: উত্‍সা হাজরা

Feb 04, 2025 | 9:08 PM

গুরুতর আহত অভিনেতা সুরজ পাঞ্চোলি। বলিসূত্র বলছে, ছবির শুটিং করার সময়ই ঘটেছে দুর্ঘটনা। এই মুহূর্তে সুরজ ব্যস্ত তাঁর ‘কেশরী বীর:লেজেন্ড অফ সোমনাথ’ ছবির কাজ নিয়ে। সেই সেটেই নাকি ঘটেছে এমন ঘটনা। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে ঘটেছে যত বিপত্তি। শোনা যাচ্ছে, আগুনে ঝলসে গিয়েছে সুরজের উরু। বহু দিন হল বড় পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। এই মুহূর্তে একটি পিরিয়ড ছবিতে কাজ করছেন সুরজ। ইউনিট সূত্রের খবর, মুম্বইয়ের ফিল্ম সিটিতেই চলছিল শুটিং। প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে এই ছবিতে। অ্যাকশন ডিরেক্টরের তত্ত্বাবধানেই বিস্ফোরণের দৃশ্যের শুটিং করছিলেন নায়ক। যেখানে সুরজকে একটা বড় লাফ দিতে হত। কিন্তু স্টান্ট শুরু হওয়ার আগেই ঘটে বিস্ফোরণ।

যে বিস্ফোরণের জন্য প্রচুর বারুদ ব্যবহার করা হয়েছিল। আগুনে তাই উরু এবং পায়ের ভিতরের অংশ ঝলে গিয়েছে অভিনেতার। সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনায় আহত হওয়ার পরও সুরজ তাঁর শিডিউল শেষ করেন চিকিৎসকদের পরামর্শ অমান্য করে। নির্মাতারা তাঁকে শুটিং বন্ধ করতে বললেও, সুরজ নিজের ইচ্ছায় কাজ চালিয়ে যান। এই ছবিটি তাঁর কেরিয়ারের প্রথম বায়োপিক। যেখানে তিনি একেবারে ভিন্ন রূপে দর্শকের সামনে আসবেন। তবে চোট পাওয়ার পর সুরজের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৫ সালে ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সুরজ পাঞ্চোলি। এরপর ‘স্যাটেলাইট শঙ্কর’ এবং ‘টাইম টু ডান্স’-এও কাজ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য এখনও অধরা। এই নতুন ছবিটি তাঁর জন্য সাফল্যের দরজা খুলবে কিনা, তা দেখার অপেক্ষা।