গালিগালাজ করে ট্যাক্সি থেকে নামিয়ে দেওয়া হয়, বিপাকে গায়ক সৌমিত্র

Soumitra Ray: ট্যাক্সি চালক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে মাঝ রাস্তায় নেমে যেতে বলে। পরিস্থিতিতে যথেষ্ট অবাক হয়েছিলেন গায়ক। সামনে উপস্থিত ট্রাফিক পুলিশকেও জানিয়েছিলেন সমস্তটা। তাতে খুব একটা লাভ না হওয়ায় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।

গালিগালাজ করে ট্যাক্সি থেকে নামিয়ে দেওয়া হয়, বিপাকে গায়ক সৌমিত্র

| Edited By: জয়িতা চন্দ্র

Dec 07, 2024 | 3:21 PM

কঠিন পরিস্থিতির মুখে পড়লেন গায়ক সৌমিত্র রায়। মাঝ রাস্তায় আচমকাই বিপত্তি। উঠেছিলেন হলুদ ট্যাক্সিতে। হঠাৎই চালক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে মাঝ রাস্তায় নেমে যেতে বলে। পরিস্থিতিতে যথেষ্ট অবাক হয়েছিলেন গায়ক। সামনে উপস্থিত ট্রাফিক পুলিশকেও জানিয়েছিলেন সমস্তটা। তাতে খুব একটা লাভ না হওয়ায় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।

এরপরই সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে বিষয়টা সকলের নজরে আনেন গায়ক। লেখেন, “গত মঙ্গলবার (৩রা ডিসেম্বর), আমায় হুমকি দেওয়া হয়। বলা হয় হলুদ ট্যাক্সি থেকে নেমে যেতে। বড়বাজারের ত্রিপল পট্টির সামনে। এক অবাঙালি ট্যাক্সি চালক কটু-কথা বলে নেমে যেতে বলেন। যদিও অন-ডিউটি ট্রাফিক পুলিশ অফিসার ওই ড্রাইভারকে নির্দেশ দিয়েছিলেন আমায় যাদবপুর পৌঁছে দেওয়ার জন্য। তারপরও তিনি আমায় নেমে যেতে বললেন।”

এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “এরপর আমি যখন স্থানীয় ট্রাফিক পুলিশকে বিষয়টা জানালাম আবার, আমি চমকে গেলাম যখন ওই অফিসার আমাকে জানালেন আমার গাড়ি থেকে নামা উচিত হয়নি, বরং রাস্তায় অন্য কোনও অফিসারকে অভিযোগ জানানো উচিত ছিল। সে বলল, আমি কী করতে পারি?’ এই বয়সে এসে আমি এক খারাপ চালককে চ্যালেঞ্জ জানাতে চাই না। এই শহরে আমি বহু ভাল চালকের সঙ্গে যাতাযাত করেছি। কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।”