KIFF উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না সৌমিতৃষা, হঠৎ কী এমন হল?

সম্প্রতি সৌমিতৃষা শেষ করেছেন তাঁর ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এর শুটিং। প্রথম সিজ়ন দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা পেয়েছিল, তাই দ্বিতীয় সিজ়নের জন্যও দর্শক আগ্রহ তুঙ্গে। আপাতত চিকিৎসার বিশ্রামেই রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী, তবে শীঘ্রই পর্দায় ফেরার আশ্বাস দিয়েছেন তিনি।

KIFF উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না সৌমিতৃষা, হঠৎ কী এমন হল?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 06, 2025 | 3:46 PM

অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, দর্শক মহলে প্রথম থেকেই নজর কেড়েছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক থেকে ছবি, সিরিজ, কাজ নিয়ে ব্যস্ত থাকা সৌমিতৃষা শারীরিক অসুস্থতার জন্যে মাঝে বেশ কিছু মাস নিয়েছিলেন বিরতি। এবার কাজে ফিরেছেন তিনি। যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও। সদ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে SIR প্রতিবাদের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। দুর্গাপুজোর কার্নিভালেও মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন তিনি। তবে এবার চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেই দৃশ্য আর দেখা যাবে না। তবে আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না তাঁকে।

বুধবার রাতেই দিলেন দুঃসংবাদ। থাকতে পারবেন না তিনি, কারণ অসুস্থতা। ম্যালেরিয়ায় আক্রান্ত সৌমিতৃষা। অসুস্থতার কথা তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই কারণেই ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না তিনি।

ইনস্টাগ্রামে পোস্টে অভিনেত্রী লেখেন, “আমি ম্যালেরিয়া আক্রান্ত। চিকিৎসা চলছে। দুর্ভাগ্যবশত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারব না আমি। দিদি— আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, প্রতি বছর এমন চমৎকার আয়োজন করার জন্য।”

অভিনেত্রীর পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা নায়িকার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সহ-অভিনেতা ও ইন্ডাস্ট্রির বন্ধুরাও সৌমিতৃষার পাশে দাঁড়িয়েছেন। “তুমি দ্রুত সুস্থ হয়ে ফিরো, তোমার হাসিটা আবার দেখতে চাই”– এমনই মন্তব্য ভরছে কমেন্ট বক্স।

সম্প্রতি সৌমিতৃষা শেষ করেছেন তাঁর ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এর শুটিং। প্রথম সিজ়ন দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা পেয়েছিল, তাই দ্বিতীয় সিজ়নের জন্যও দর্শক আগ্রহ তুঙ্গে। আপাতত চিকিৎসার বিশ্রামেই রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী, তবে শীঘ্রই পর্দায় ফেরার আশ্বাস দিয়েছেন তিনি।