Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আর ফিরেও তাকাই না’, কার উদ্দেশে চাঁচাছোলা বক্তব্য সৌমিতৃষার?

Soumitrisha Kundoo: পুরনো বন্ধুত্ব, পুরনো সম্পর্ক, পুরনো প্রেম সব কিছুকেই বিদায় জানিয়ে নতুন ভাবে জীবন সাজাতেই চাইছেন সৌমিতৃষা। ওজন ঝরিয়েছেন বেশ খানিক। সামনের দিকে এগিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর। কিছু দিন আগেই তাঁর একদা সহকর্মী তন্বী লাহা রায়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা সামনে এসেছিল।

'আর ফিরেও তাকাই না', কার উদ্দেশে চাঁচাছোলা বক্তব্য সৌমিতৃষার?
সৌমিতৃষা কুন্ডু।
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 8:09 PM

এই মুহূর্তে সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে আলোচনা তুঙ্গে। কেউ তাঁকে বলছেন তিনি অহংকারী। কেউ বলছেন প্রথম ছবিতে প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করে অহংকার নাকি বেড়ে গিয়েছে তাঁর। আপাতভাবে চুপ থাকলেও এবার সেই সব সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি। একটি ছবি শেয়ার করে তাঁর সাফ বক্তব্য, “আমি যতটা না আমার অতীত ঘুরে দেখি, কিছু মানুষ আমার চেয়েও বেশি আমার অতীত নিয়ে উচ্ছ্বসিত। ওদিকে আর ফিরেও তাকাই না বেবি। পুরো বাড়িটাই যে বিক্রি করে দিয়েছি।”

পুরনো বন্ধুত্ব, পুরনো সম্পর্ক, পুরনো প্রেম সব কিছুকেই বিদায় জানিয়ে নতুন ভাবে জীবন সাজাতেই চাইছেন সৌমিতৃষা। ওজন ঝরিয়েছেন বেশ খানিক। সামনের দিকে এগিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর। কিছু দিন আগেই তাঁর একদা সহকর্মী তন্বী লাহা রায়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা সামনে এসেছিল। সৌমিতৃষার নাম না করেই তন্বী লিখেছিলেন,”প্রিয় অভিনেতা/অভিনেত্রী যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া, পোস্টে আনকোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছন। জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে… তাহলে কেন এত বছর ফলো করে রেখেছিলেন?” তন্বী আরও লেখেন, “যার গায়ে লাগবে তার জন্যেই এই পোস্টটা। তাও চাইব আরও ভাল হোক। ভগবান মঙ্গল করুক।”

শুধু তন্বীই নন, সৌমিতৃষাকে নিয়ে সাম্প্রতিক কালের আরও দুই প্রাক্তন সহকর্মীও সংবাদমাধ্যমের কাছে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এ প্রসঙ্গে নায়িকার প্রতিক্রিয়া জানতে টিভিনাইন বাংলা যোগাযোগও করেছিল তাঁর সঙ্গে। তিনি যদিও জানিয়েছেন কে কী বলেছে তা নিয়ে না ভেবে নিজের কাজেই মন দিতে চান তিনি। আপাতত তাঁর লক্ষ্য ‘মিশন টলিউড’। হাতে রয়েছে একগাদা কাজ। সে দিকেই মন দিতে চান সৌমিতৃষা কুন্ডু।