করোনা আক্রান্ত সৌমিত্র কন্যা পৌলমী

শুভঙ্কর চক্রবর্তী

শুভঙ্কর চক্রবর্তী |

Updated on: Jan 17, 2021 | 7:58 PM

১৯ জানুয়ারি সৌমিত্রর জন্মদিন। বাবাহীন জন্মদিন পালন করতেও খামতি রাখেননি কন্যা। বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করেছিলেন।

করোনা আক্রান্ত সৌমিত্র কন্যা পৌলমী
পৌলমী বসু।

বাবাকে হারিয়েছেন কিছুদিন আগে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি কন্যা পৌলমী বসু। তার মধ্যেই নিজে অসুস্থ হয়ে পড়েছেন। যে ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা চলে গেলেন সে-ই ভাইরাসই এখন গ্রাস করেছে মেয়ে পৌলমীকে। সৌমিত্র কন্যা পৌলমী কোভিড পজিটিভ।

অসম্ভব দূর্বল হয়ে পড়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে TV9 বাংলার প্রতিনিধি যোগাযোগ করে পৌলমীর সঙ্গে। ফোনের ওপারে দূর্বল কণ্ঠে পৌলমী জানিয়েছেন, “আপনারা ঠিকই শুনেছেন, আমার করোনা হয়েছে। শনিবার আমার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই রয়েছি। চিকিৎসা চলছে। ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খাচ্ছি। তবে বেশ দূর্বলবোধ করছি।”

আরও পড়ুন জনৈক ব্যক্তির গায়ে হাত তুললেন অভিনেতা মহেশ মাঞ্জেরেকর: দেখুন ভিডিও

বাবার স্মৃতি আচকে দিন কাটছে পৌলমীর। শুধু তো বাবা ছিলেন না। জীবনের সবচেয়ে কাছের মানুষ, বন্ধু ছিলেন সৌমিত্র। ১৯ জানুয়ারি সৌমিত্রর জন্মদিন। বাবাহীন জন্মদিন পালন করতেও খামতি রাখেননি কন্যা। বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানগুলি সৌমিত্রর অনুপস্থিতিতে হলেও কোথাও যেন পৌলমী উপস্থিত থেকে নিজে হাতে সবটা সামলাবেন, ভেবেছিলেন। কিন্তু তা আর হল কই। নিজেই অসুস্থ হয়ে পড়লেন সৌমিত্র কন্যা পৌলমী বসু।

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla