
শুভস্মিতা মুখোপাধ্যায় এখন বাঙালির ড্রয়িংরুমে পরিচিত মুখ। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি। যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় এই ধারাবাহিকে কাজ করেছেন শুভস্মিতা। ‘স্টার জলসা’ চ্যানেলের জন্যই পরবর্তী ধারাবাহিকে কাজ করবেন তিনি, তেমন শোনা যাচ্ছিল। বিষয়টা চূড়ান্ত হয়ে গেলেও, কোন নায়ককে দেখা যাবে এই ধারাবাহিকে, তা এত দিন ঠিক হয়নি। খবর হলো, সৌরভ চক্রবর্তীর কাছে এই ধারাবাহিকে কাজ করার জন্য প্রস্তাব গিয়েছে। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা না হলে শুভস্মিতা আর সৌরভকে জুটি বেঁধে এই ধারাবাহিকে কাজ করতে দেখা যেতে পারে। চ্যানেলের প্রাথমিক ভাবনায় তেমন আছে। তবে শেষ পর্যন্ত কোনও পরিবর্তন হবে কিনা, তা দেখতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই মাসের শেষে ধারাবাহিকের প্রোমোর শুটিং হওয়ার কথা। ততক্ষণে বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে।
শুভস্মিতা মডেলিং থেকে শুরু করলেও, এখন ধারাবাহিকের মুখ। ওয়েব সিরিজ বা সিনেমায় যে তাঁকে কাজ করতে দেখা যাচ্ছে, তা নয়। সৌরভ বেশ কয়েকটি ধারাবাহিক করার পর পরিচালনায় মন দিয়েছিলেন। ওয়েব সিরিজের পরিচালনা করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট প্রযোজনা করার কাজেও তিনি যুক্ত। অভিনয় থেকে একেবারে বিরতি না নিলেও, নিয়মিত যে অভিনয় করছিলেন সেরকম নয়। তাই তিনি যদি ধারাবাহিকের প্রধান মুখ হয়ে ফেরেন, তা হলে সেটা চমকের হতে পারে। লক্ষণীয়, ছবিতে কাজ করেন এমন অনেক অভিনেতা-অভিনেত্রীই বাংলা ধারাবাহিকে ফেরার চেষ্টা করছেন। কারণ টলিউডে বাংলা ছবির সংখ্যা অনেকটা কমেছে। এখন শুভস্মিতা-সৌরভ জুটির ধারাবাহিক দেখা যাবে কিনা, সেই দিকে নজর রাখতে হবে।