
তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার মহারাজ। বিনোদন জগতের সত্যিই তিনি অন্যতম মুখ। বাইশ গজে ঝড় তোলার পর ক্যামেরার সামনে ছক্কা হাঁকিয়ে সকলের মন জয় করেছেন তিনি। অভিনয়, প্রচার কিংবা সঞ্চালনা, ব়্যাম্প কিংবা বিজ্ঞাপন, সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই হিট। বাংলার সেই সুপারস্টার তাই সাধারণের কাছে অধরা। তবে দুর্গা পুজোয় সকলের মতো তিনিও পথে নেমে গা ভাসান উৎসবের মেজাজে। তাই বেহালা সাধারণের কাছে বাড়তি আকর্ষণের কারণও বটে।
দশমীতে নিজের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারে তাই এবারও খোশমেজাজে ধরা দিলেন তিনি। পুজোর চারদিনই জমিয়ে রাখলেন মণ্ডপ। কখনও ঢাক বাজিয়ে, কখনও আবার ঢাকের তালে পা মিলিয়ে। এবার মায়ের বিজয়াতে সকলকে চমকে দিলেন তিনি। মেয়ের সঙ্গে ঢাকের বোলে রাস্তাতেই নাচ ধরলেন সৌরভ। মুহূর্তে জমল ভিড়। পাড়ার পুজোয় পাঁচজনের মতো তিনিও ভাসলেন মাতৃপ্রতিমার বিদায় বেলায়।
তবে সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখা না গেলেও মেয়ের সঙ্গে দিব্যি ছুটি কাটাতে দেখা গেল তাঁকে। সাবেকি পোশাকে সানাও বাবার সঙ্গে মেতে উঠলেন পাড়ার পুজোয়। কখনও নাচ, কখনও আবার সেই আনন্দের মুহূর্ত করলেন ক্যামেরা বন্দি। আর সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, পুজোর আগে থেকেই চর্চায় উঠে এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। তাঁর নতুন পোশাকের ব্র্যান্ড সৌরাভ্য লঞ্চ করেছিলেন তিনি। যার আনুষ্ঠানিক উদ্বোধনীতে ব়্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় টেলিভিশনে কাজের পাশাপাশি ব্যবসায়েও বেশ নজর দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে নানান উদ্যোগ নিতেও দেখা যাচ্ছে তাঁকে। যা নিয়ে চর্চাও বর্তমান। বর্তমানে সানাও চাকরিরত। তবে ছুটিতে বাবার সঙ্গে আনন্দ উৎসবে মেতে সকলের নজর কাড়লেন বঙ্গ তনয়া।