AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১২৫ কোটি টাকার বিনিময়ে স্টার জলসায় সৌরভ! কোন চমক অপেক্ষায়?

এখন শুধু অপেক্ষার পালা। কবে পর্দায় দেখা যাবে সৌরভকে নতুন ভূমিকায়, নতুন রূপে। ফলে দর্শকের কৌতূহল ও প্রত্যাশা এখন তুঙ্গে— ফের একবার ‘মহারাজ’ বাজিমাত করেন কি না, সেটাই এখন দেখার।

১২৫ কোটি টাকার বিনিময়ে স্টার জলসায় সৌরভ! কোন চমক অপেক্ষায়?
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 4:00 PM
Share

কখনও ক্রিকেটের বাইশ গজে রাজত্ব, কখনও আবার ছোটপর্দায় দর্শক মনে ঝড় তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঞ্চালনায় ‘দাদাগিরি’ সুপারহিট। সেই জনপ্রিয়তা আরও একধাপ বাড়িয়ে এবার স্টার জলসার সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হলেন মহারাজ। আগামী বছর থেকেই স্টার জলসায় শুরু হবে তাঁর দুটি নতুন শো। একটি ‘বিগ বস বাংলা’ এবং অন্যটি একটি নতুন কুইজ শো। ইতিমধ্যেই এই চুক্তি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। যার কেন্দ্রে রয়েছে তাঁর পারিশ্রমিকের সংখ্যা। শোনা যাচ্ছে, চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার বিশাল অঙ্কের চুক্তিতে স্টারের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।

জানা গিয়েছে, ২০২৪ সালের জুলাই মাস থেকেই শুরু হবে নতুন শো দুটির কাজ। আর আগামী ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত স্টারের সঙ্গেই যুক্ত থাকবেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক। চুক্তি অনুযায়ী নাকি এই সময়ের মধ্যে জি বাংলায় আর দেখা যাবে না সৌরভকে। সাধারণত বাংলা টেলিভিশনে এত বড় অঙ্কের কোনও চুক্তির খবর সচরাচর শোনা যায় না। ফলে সাধারণের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা, চাহিদা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না।

এই নতুন ইনিংস নিয়ে দারুণ উত্তেজিত সৌরভ নিজে। তিনি বলেন, “মানুষের সঙ্গে যোগাযোগ রাখার অন্যতম জনপ্রিয় মাধ্যম টেলিভিশন। স্টার জলসার সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত। দুটি নন-ফিকশন শো-এর সঞ্চালক হিসেবে আবার দর্শকদের সামনে আসতে পারাটা আমার জন্য দারুণ ব্যপার। ক্রিকেটের বাইরে থেকেও আমি সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করি। এবারও সেই বিশ্বাস নিয়েই ফিরছি। আরও ভাল কিছু দেওয়ার ইচ্ছে নিয়ে।” এখন শুধু অপেক্ষার পালা। কবে পর্দায় দেখা যাবে সৌরভকে নতুন ভূমিকায়, নতুন রূপে। ফলে দর্শকের কৌতূহল ও প্রত্যাশা এখন তুঙ্গে— ফের একবার ‘মহারাজ’ বাজিমাত করেন কি না, সেটাই এখন দেখার।