চেন্নাই থেকে কলকাতা ফিরেই হাই কোর্টে হিরণ! কেন?

সেই বিতর্কের আবহেই চেন্নাই থেকে কলকাতায় ফিরলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তবে কলকাতায় পা দিয়েই তিনি সোজা পৌঁছে গেলেন কলকাতা হাই কোর্টে। আনন্দপুর থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এদিন আগাম জামিনের আবেদন জানিয়েছেন অভিনেতা।

চেন্নাই থেকে কলকাতা ফিরেই হাই কোর্টে হিরণ! কেন?

| Edited By: আকাশ মিশ্র

Jan 29, 2026 | 7:51 PM

গত কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত জীবন এবং দ্বিতীয় বিয়ের চর্চায় সরগরম রাজ্য রাজনীতি ও বিনোদন জগত। সেই বিতর্কের আবহেই চেন্নাই থেকে কলকাতায় ফিরলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তবে কলকাতায় পা দিয়েই তিনি সোজা পৌঁছে গেলেন কলকাতা হাই কোর্টে। আনন্দপুর থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এদিন আগাম জামিনের আবেদন জানিয়েছেন অভিনেতা।

আদালত সূত্রে খবর, বুধবার হিরণের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান। বিধায়কের আইনজীবী সওয়ালে বলেন, তাঁর মক্কেল একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, তাই মামলার গুরুত্ব বিচার করে যেন দ্রুত শুনানি মঞ্জুর করা হয়।

বুধবারই দ্বিতীয় বিয়ে-বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে হিরণ অবশ্য বেশ সতর্ক মন্তব্য করেছেন। তিনি জানান, বিষয়টি যেহেতু বর্তমানে বিচারাধীন, তাই এই নিয়ে প্রকাশ্যে কিছু বলে তিনি আদালতের অসম্মান করতে চান না। তবে তিনি যে চেন্নাই থেকে ফিরে আইনি লড়াইয়ের জন্য কোমর বাঁধছেন, তা তাঁর হাই কোর্টে যাওয়া থেকেই স্পষ্ট।

হিরণ কলকাতায় ফিরলেও তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং কন্যা নিয়াসার সঙ্গে সম্পর্কের বরফ এখনও গলেনি। অনিন্দিতা আগেই আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন। হিরণ কি ফেরার পর তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন? জবাবে অনিন্দিতা স্পষ্ট জানান, হিরণ তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করার চেষ্টা করেননি।

উল্লেখ্য, ঋতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক চরম আকার ধারণ করে। হিরণের দাবি এবং তাঁর প্রথম স্ত্রীর অভিযোগ— এই দুইয়ের দ্বন্দ্বে এখন সরগরম নেটপাড়া। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয় কার হয়, এখন সেটাই দেখার।