সোহিনীকে আদুরে চুম্বন, একান্ত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ল নেটপাড়ায়
Sohini-Sovon: সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন একগুচ্ছ ছবি। যা দেখে রীতিমত আনন্দ পেয়েছিলেন ভক্তরা। আর তার কয়েকদিনের মধ্যেই চারহাত এক। সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় থাকা সোহিনী যদিও বিন্দুমাত্র অপেক্ষা করাননি ভক্তদের।
সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়, এক কথায় বলতে যাঁকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা বর্তমানে তুঙ্গে। কারণ একটাই, সদ্য এই জুটি নতুন পথচলা শুরু করেছেন। গোপনেই বেড়েছিল প্রেম। সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই দেননি কেউ। যদিও সিনেপাড়ায় এই ধরনের খবর খুব একটা চাপা থাকে না। তাই সোহিনী শোভনের সম্পর্কও তালিকা থেকে বাদ থাকেনি। যদিও একটা সময় সোহিনী কিংবা শোভন দুজনেই এই সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন একগুচ্ছ ছবি। যা দেখে রীতিমত আনন্দ পেয়েছিলেন ভক্তরা। আর তার কয়েকদিনের মধ্যেই চারহাত এক। সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় থাকা সোহিনী যদিও বিন্দুমাত্র অপেক্ষা করাননি ভক্তদের।
পলকে শেয়ার করেছিলেন বিয়ে থেকে গায়ে হলুদের ছবি। এবার সামনে এল তাঁদের এক মিষ্টি মুহূর্ত। যেখানে সোহিনী সরকার ও শোভনকে দেখা গেল হলুদ রাঙা হয়ে একে অন্যকে আলিঙ্গন করতে। ভালবেসে সোহিনীর কপালে চুম্বনও বসিয়ে দিলেন শোভন। আর মিষ্টি সেই মুহূর্ত পলকে সকলের নজর কাড়ল। জুটিকে ভালবাসায় ভরালেন সকলেই।
View this post on Instagram
অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় লাইম লাইট থেকে দূরে সরেই একপ্রকার সাত পাকে বাঁধা পড়লেন। একে অন্যকে ভালবেসে বেঁধেছেন ঘর। শুরু করেছেন নতুন পথচলা। যদিও তাঁদের সম্পর্কের খবর চর্চায় থাকলেও, খবব একটা ছড়িয়ে পড়তে দেখা যায়নি তাঁদের বিয়ের কথা। বিয়ের মাত্র কয়েকদিন আগেই জানা যায়, তাঁদের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। কলকাতা থেকে খানিক দূরে একান্তে আইনিমতে বিয়ে সারেন তাঁরা। কাছের বন্ধুবান্ধব ও পরিবারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে বিশেষ দিনে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁদের।