‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে নায়িকা বদল! অঙ্কিতার পরিবর্তে আগমন হচ্ছে নতুন অভিনেত্রীর?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 30, 2024 | 8:23 PM

Jagaddhatri Serial: গত এক বছরে অনেক ধারাবাহিকই বন্ধ হয়ে গিয়েছে মাত্র কয়েকটা মাসে। কোনও সিরিয়ালের মেয়াদ হয়েছে ছ'মাস। কোনও সিরিয়াল আবার চলেছে মাত্র আট মাস। এই মুহূর্তে ছোট পর্দায় সবথেকে বেশিদিন ধরে সম্প্রচারিত হচ্ছে 'জগদ্ধাত্রী'। অনেক বারই শোনা গিয়েছে এই সিরিয়াল বুঝি বন্ধ হয়ে যাওয়ার মুখে।

জগদ্ধাত্রী সিরিয়ালে নায়িকা বদল! অঙ্কিতার পরিবর্তে আগমন হচ্ছে নতুন অভিনেত্রীর?

Follow Us

গত এক বছরে অনেক ধারাবাহিকই বন্ধ হয়ে গিয়েছে মাত্র কয়েকটা মাসে। কোনও সিরিয়ালের মেয়াদ হয়েছে ছ’মাস। কোনও সিরিয়াল আবার চলেছে মাত্র আট মাস। এই মুহূর্তে ছোট পর্দায় সবথেকে বেশিদিন ধরে সম্প্রচারিত হচ্ছে ‘জগদ্ধাত্রী’। অনেক বারই শোনা গিয়েছে এই সিরিয়াল বুঝি বন্ধ হয়ে যাওয়ার মুখে।

কিন্তু প্রত্যেক সময়েই বদলে গিয়েছে গল্প। এসেছে নতুন ট্র্যাক। দর্শকও জগদ্ধাত্রীর নতুন গল্প দেখে খুশি। স্টুডিয়োপাড়ার ফিসফাস এবার কাহিনিতে আসতে চলেছে বড়সড় মোড়। অনেকগুলো দিনের লিপ দেখা যাবে। যেখানে দেখা যাবে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বড় হয়ে গিয়েছে। গল্পের এই পরিবর্তনের ফলেই নতুন মুখ দেখবে দর্শক। শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রেয়সী রায়কে। শোনা গিয়েছিল এমনটাই। কিন্তু আদতে হচ্ছে না সেটা। অঙ্কিতাকেই দ্বৈত চরিত্রে দেখবেন দর্শক। প্রকাশ্যে এসেছে প্রোমো।

শ্রেয়সীকে দেখা গিয়েছিল ‘ভানুমতির খেল’ সিরিয়ালে। পরে সান বাংলার ‘সাথী’ সিরিয়ালেও তাঁকে দেখেছেন দর্শক। উল্লেখ্য, কিছু দিন আগে অঙ্কিতার একটি ছবি দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সবাই। গলায় রক্তের দাগ, নাকে অক্সিজেন, তবে কি অসুস্থ অঙ্কিতা? উঠেছিল প্রশ্ন। ছবি দেখেই চমকে উঠছিলেন সকলে। তবে না, ভয়ের কোনও কারণ নেই, এই ছবি বাস্তবের নয়। পর্দার জগদ্ধাত্রী আহত হয়েছিল। কিছুদিন আগেই সিরিয়ালে দেখানো হয়েছিল জগদ্ধাত্রী মারা গিয়েছে, তবে সেটা সত্যি নয়। সেই মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অঙ্কিতা। ক্যাপশনে লেখেন, ‘আপনারা কি আজকের পর্বটা দেখেছেন? আপনারা এনজয় করেছেন? আপনারা কি কেঁদেছেন? কারণ আমি শ্যুটিং করার সময় এই সবই অনুভব করেছি। অভিনেতা হিসেবে কী দুর্দান্ত একটা অভিজ্ঞতা! আমি দাদা এবং ব্লুজ প্রোডাকশন হাউজের কাছে কৃতজ্ঞ।’

Next Article