রবিরার রাত থেকে নেটপাড়ায় ভাইরাল একটি ভিডিয়ো। স্টুডিয়োপাড়ায় ফিসফাস শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। রবিবার রাতে একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন নায়ক নায়িকা। যেখানে দেখা যাচ্ছে তাঁরা নাকি বিয়ের শপিং করছেন। কেউ কেউ আবার বলেছেন মার্চ মাসেই বিয়ে করছেন যুগলে। দীর্ঘ দিনের সম্পর্ক তাঁদের। তাই সকলের মনে অনেক দিন ধরেই প্রশ্ন।
কবে বিয়ে করছেন নায়ক নায়িকা? আর সেই আগুনেই ঘি ঢালল অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে নায়িকা শাড়ি পছন্দ করছেন। আবার অন্য দিকে অঙ্কুশ নিজের শেরওয়ানি পছন্দ করছেন। তা দেখে অনেকেই সত্যি সত্যি ধরে নিয়েছেন যে তাঁরা বুঝি বিয়ে করছেন। তবে টলিসূত্রে খবর আদতে নাকি তাঁরা বিয়ে করছেন না। এই ভিডিয়ো পুরোটাই বিজ্ঞাপনের জন্য। না যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি অঙ্কুশ-ঐন্দ্রিলার কেউই।
উল্লেখ্য,টলিউডের অন্যতম সফল কাপল অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাঁদের প্রেমের কাহিনি অনেকদিনের। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আবির্ভাব ঐন্দ্রিলার। অঙ্কুশ বর্ধমান থেকে এসে নায়ক হিসেবেই অভিনয় করতে শুরু করেন। ইন্ডাস্ট্রি সূত্রেই আলাপ অঙ্কুশ-ঐন্দ্রিলার। দীর্ঘদিন সম্পর্কে থেকেও অনেক পরে একসঙ্গে কাজ করেছিলেন ‘ম্যাজিক’ ছবিতে। একসময় সিরিয়ালের পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। সেই সময় তিনি ছিলেন বাবলি অভিনেত্রী। ওজন কমিয়ে নতুন অবতারে বড় পর্দায় কাজ শুরু করেছেন তিনি। তাঁদেরকে নতুন ভাবে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।