দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা! নায়িকার ছবি দেখেই শুরু প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 01, 2025 | 6:02 PM

তাঁকে নিয়ে কিছু দিন আগে পর্যন্ত বিস্তর বিতর্ক হয়েছে। বিয়ের আগেই তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাঁর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অনেকে। তিনি হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ়। বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন নায়িকা।

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা! নায়িকার ছবি দেখেই শুরু প্রশ্ন

Follow Us

তাঁকে নিয়ে কিছু দিন আগে পর্যন্ত বিস্তর বিতর্ক হয়েছে। বিয়ের আগেই তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাঁর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অনেকে। তিনি হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ়। বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন নায়িকা। অগস্টে পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। ২০২৪ সালের জুন মাসে ছেলের ছবি প্রকাশ্যে আনেন ইলিয়ানা। ২০২৫ সালের প্রথম দিনেই আবার সুখবর শোনালেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় পোস্ট করলেন ছবি। আবার মা হতে চলেছেন ইলিয়ানা।

নায়িকা একটি ছবি পোস্ট করেন যেখানে প্রেগন্যান্সি কিট হাতে দেখা যাচ্ছে ইলিয়ানার ছবি। যদিও তিনি ছবি পোস্ট করেছেন। কিন্তু সন্তানসম্ভবা হওয়ার কথা স্পষ্ট করেননি। সেই ছবি দেখেই গুঞ্জন শুরু বলিপাড়ায়। ইলিয়ানা দ্বিতীয়বার মা হতে চলেছেন বুঝি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তাঁর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। তাঁদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে। সত্যিই কি দ্বিতীয়বার মা হবেন নায়িকা? সেই ধোঁয়াশা অবশ্য এখনও কাটেনি।

Next Article