জি বাংলার নায়িকা হয়ে ফিরছেন ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিত! নায়ক কে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 07, 2025 | 5:28 PM

New Bengali Serial: প্রায় তিন মাস হতে চলল তাঁকে ছোট পর্দায় দেখেননি দর্শক। তবে কিছু দিন আগে শোনা গিয়েছে প্রথম বার ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এর মাঝেই অভিনেত্রীর দুর্ঘটনার খবর এসেছে প্রকাশ্যে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত।

জি বাংলার নায়িকা হয়ে ফিরছেন খুকুমণি দীপান্বিতা রক্ষিত! নায়ক কে?

Follow Us

প্রায় তিন মাস হতে চলল তাঁকে ছোট পর্দায় দেখেননি দর্শক। তবে কিছু দিন আগে শোনা গিয়েছে প্রথম বার ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এর মাঝেই অভিনেত্রীর দুর্ঘটনার খবর এসেছে প্রকাশ্যে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। সোমবারই একটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা।

যে ছবি দেখে জানতে পারা যায় হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন নায়িকা। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। এর মধ্য়েই নতুন খবর। আবারও নাকি সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী। টলিপাড়ার অন্দরে ফিসফাস এমনটাই। এবার নাকি জি বাংলার নায়িকা হয়ে ফিরছেন ‘খুকুমণি হোমডেলিভারি’র দীপান্বিতা। না যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কিছু বলেননি নায়িকা বা চ্যানেল কর্তৃপক্ষের কেউই।

অন্দরের আলোচনা ‘টেন্ট’ সংস্থার নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। নায়ক এখনও স্থির হয়নি। সবটাই নাকি এখনও প্রাথমিক পর্যায়ে। প্রোমোর শুটিং হবে শীঘ্রই। যদিও এখনও পর্যন্ত নতুন সিরিয়াল সম্পর্কে কোনও কথাই শোনা যায়নি। উল্লেখ্য, সদ্য অস্ত্রোপচার হয়েছে দীপান্বিতার। গলব্লাডারে স্টোন হয়েছিল। সেলাই কাটাতেই দুদিন আগে হাসপাতালে যাচ্ছিলেন অভিনেত্রী। যাওয়ার পথেই ঘটে বিপত্তি। বাইক থেকে পড়ে গিয়ে বাজে ভাবে দুর্ঘটনা ঘটে। হাতে রক্ত জমে যায়। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন নায়িকা।

Next Article