
অনেক দিন ধরেই অম্বানিদের অন্দরের সমীকরণ নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের পর টালমাটাল শুরু হয়েছে তাঁদের সংসারে। এবার ডুয়া লিপার কনসার্টেও যেন সেই ছবিই ধরা পড়ল। এ দিন ডুয়া লিপার কনসার্ট শুনতে গিয়েছিলেন বলিউডের অনেকেই। সুহানা খান থেকে অম্বানি পরিবারের ছোট বউমা রাধিকা মার্চেন্ট প্রত্যেকেই উপস্থিত হয়েছিলেন এই কনসার্টে। নিরাপত্তারক্ষীদের নিয়ে রাধিকা কনসার্টে উপস্থিত হলেও তাঁর সঙ্গে দেখা যায়নি পরিবারের কাউকে তার পরেই ফিসফাস আরও খানিকটা বেড়েছে। তাহলে কি সত্যিই পরিবারের সকলের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে রাধিকার? এই প্রশ্নই সমাজমাধ্যমের পাতায় চারিদিকে।
সম্প্রতি, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনও অম্বানি পরিবারের সবাইকে দেখা গেলেও সঙ্গে ছিলেন না রাধিকা। রাধিকার জন্মদিনে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু নানা জল্পনা। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে যে ভাসুর আকাশ অম্বানিকে যত্ন করে জন্মদিনের কেক খাওয়াতে গিয়েছিলেন রাধিকা। কিন্তু মুখ সরিয়ে নেন আকাশ। ব্যস তার পর থেকেই শুরু হয় আলোচনা। তবে কি বনিবনা হচ্ছে না বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের?
সেই জল্পনা আরও জোড়াল হল সম্প্রতি ‘টিরা’র একটি অনুষ্ঠানে। কী ঘটেছে? সম্প্রতি নিজেদের প্রসাধনী ব্র্যান্ড ‘টিরা’র একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। উপস্থিত হয়েছিলেন বলিপাড়ার তারকারা। বড় বউমা শ্লোকার হাত ধরে এসেছিলেন নীতা। মেয়ে ইশা অম্বানিকেও দেখা গিয়েছিল মায়ের আর এক পাশে। কিন্তু এ দিন দেখা যায়নি ছোট বউমা রাধিকাকে।