Arijit Singh: বিতর্কের মাঝেই ‘বিদায়’ নিলেন অরিজিৎ! মুছলেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 30, 2024 | 9:24 PM

আরজি কর ঘটনার কারণেই শেষ কয়েক দিন শিরোনামে উঠে এসেছিল সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের এক্স হ্যান্ডেল। ৯ অগস্ট ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ চেয়ে একের পর এক পোস্ট করছিলেন গায়ক। অল্প কয়েক দিনের মধ্যেই সবাই চিনে নিয়েছেন গায়কের প্রোফাইল 'আত্মজোয়ার জ্বালো'। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর নজরে এল আর এক ঘটনা। অরিজিতের প্রোফাইল খুললেই আর কিছু দেখা যাচ্ছে না।

Arijit Singh: বিতর্কের মাঝেই বিদায় নিলেন অরিজিৎ! মুছলেন...

Follow Us

 

আরজি কর ঘটনার কারণেই শেষ কয়েক দিন শিরোনামে উঠে এসেছিল সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের এক্স হ্যান্ডেল। ৯ অগস্ট ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ চেয়ে একের পর এক পোস্ট করছিলেন গায়ক। অল্প কয়েক দিনের মধ্যেই সবাই চিনে নিয়েছেন গায়কের প্রোফাইল ‘আত্মজোয়ার জ্বালো’। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর নজরে এল আর এক ঘটনা। অরিজিতের প্রোফাইল খুললেই আর কিছু দেখা যাচ্ছে না। খালি একটা লেখা উঠে আসছে। সেখানে লেখা রয়েছে,”দ্য প্রোফাইল ডাজ় নট এক্সিস্ট।” যার বাংলায় করলে মানে দাঁড়ায়, এই প্রোফাইলটির আর কোনও অস্তিত্ব নেই। আচমকা কী ঘটল। এমনিতে তাঁর এই প্রোফাইলের কথা খুব বেশি কেউ জানতেন না। তবে এই আরজি কর ঘটনার পরে এক্স হ্যান্ডেলেই একের পর এক টুইট করছিলেন গায়ক। সবার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন। এই ঘটনায় তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কী ঘটেছে? এই প্রোফাইলটি কি গায়ক নিজেই মুছে দিয়েছেন? নাকি কঙ্গনা রানাওতের মতো গায়কের প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে? সেই উত্তর অবশ্য অধরা।

উল্লেখ্য, এমনিতে খুব বেশি লাইমলাইট তাঁর পছন্দ নয়। তাই সমাজমাধ্যমের পাতাতেও সেই ভাবেই ছিলেন তিনি। না ছিল খুব বেশি ফলোয়ার্স। না ছিল ভেরিফায়েড ব্লু টিক। তাঁর প্রোফাইলের নাম ছিল ‘হু আমি, আত্মজোয়ার জ্বালো’। তাঁর একের পর এক টুইট নিয়ে চলছিল আলোচনা। আরজি কর কাণ্ড নিয়ে স্পষ্ট বক্তব্য রেখেছিলেন গায়ক। গানও বেঁধেছিলেন। যে গানের নাম দিয়েছিলেন ‘আর কবে’। এ দিন সকালে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গায়ককে বিঁধিয়ে লিখেছিলেন,”অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ। সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ, ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?”

এর পরেই নিজের এক্স হ্যান্ডেল ‘আত্মজোয়ার জ্বালো’ থেকে একটি পোস্ট করেন তিনি। তাতে লেখা সেই প্রচলিত বাগধারা, ‘ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি।” কাকে উদ্দেশ্য করলেন তিনি? ‘চোর’ বলে পরোক্ষে কটাক্ষ করলেন কাকে? উঠেছে প্রশ্ন, যদিও কারও নাম নেননি তিনি। এই টুইটের পরেই অরিজিতের এক্স হ্যান্ডেল থেকে বিদায় নেওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরা।

Next Article