ডিভোর্স হচ্ছে ইন্দ্রাশিসের! ইনস্টাগ্রামে অভিনেতার স্ত্রী লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 15, 2024 | 3:08 PM

Tollywood Gossip: সময়টা তাঁর মোটেই ভাল যাচ্ছে না। তাঁকে নিয়ে একাধিক আলোচনা। টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেতা ইন্দ্রাশিস রায়ের জন্মদিন শুক্রবার অর্থাত্‍ ১৫ নভেম্বর। বিশেষ দিনে নিজের ইনস্টাগ্রামে কী পোস্ট করলেন তাঁর স্ত্রী সৌরভী। শোনা যাচ্ছে, তাঁদের ডিভোর্স হচ্ছে।

ডিভোর্স হচ্ছে ইন্দ্রাশিসের! ইনস্টাগ্রামে অভিনেতার স্ত্রী লিখলেন...

Follow Us

সময়টা তাঁর মোটেই ভাল যাচ্ছে না। তাঁকে নিয়ে একাধিক আলোচনা। টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেতা ইন্দ্রাশিস রায়ের জন্মদিন শুক্রবার অর্থাত্‍ ১৫ নভেম্বর। বিশেষ দিন উপলক্ষে অভিনেতার জন্য বিশেষ পোস্ট করলেন তাঁর স্ত্রী সৌরভী তরফদার। যে পোস্টে তিনি লেখেন, “শুভ জন্মদিন ইন্দ্রাশিস! তুমি সুস্থ থাকো। আরও ভাল কাজ করো। নতুন বছরটা খুব ভাল কাটুক। সেই সঙ্গে আমাদের বন্ধুত্বও যেন চিরস্থায়ী হয়।”

জন্মদিনে স্ত্রী তাঁর স্বামীকে বিশেষ শুভেচ্ছা জানাতেই পারেন। কিন্তু সৌরভীর এই পোস্ট দেখে অবাক হয়েছেন ইন্ডাস্ট্রির অন্দরের নিন্দকরা। কারণ, এই মুহূর্তে টলিপাড়ার অন্দরে বিপুল চর্চা। তাঁরা নাকি আলাদা থাকছেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁরা ডিভোর্স ফাইলও করে ফেলেছেন। অনেক দিন হল গল্ফগ্রীনের বাড়ি থেকে অভিনেতা নিজের বাঁশদ্রোণীর বাড়িতে মা-বাবার সঙ্গে থাকছেন। বিচ্ছেদ, ডিভোর্সের গুঞ্জনের মাঝে ইন্দ্রাশীসের স্ত্রীয়ের এই পোস্ট। তাই খুবই অবাক হয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে। একদিকে যেমন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে। অন্য দিকে সিনেমা, সিরিয়ালেও যে তাঁকে খুব একটা দেখা যাচ্ছে তেমনটা নয়।

 

বেশ কয়েক মাস আগে সিরিয়ালের সেটেই নাকি বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। অনেক দিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে চুটিয়ে সিরিয়ালে অভিনয় করছিলেন। কিন্তু সেখানেও নাকি বড় সমস্যায় জড়ান অভিনেতা। ‘কোজাগরী’ সিরিয়ালে নায়ককে দেখে অনেকেই প্রশংসা করেছিলেন। তার পর ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু শুটিংয়ের মাঝেই নাকি সমস্যায় জড়িয়ে পড়েন অভিনেতা। মদ্যপ অবস্থায় নাকি সেটে এসেছিলেন তিনি। সেই কারণেই নাকি ইন্দ্রাশিসের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য় হয় চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এ প্রসঙ্গে অভিনেতার তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি।

Next Article