Srabanti Chatterjee: সমুদ্র সৈকতে বোল্ড লুকে শ্রাবন্তী, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 25, 2023 | 1:44 PM

Viral Video: বর্তমানে শ্রাবন্তী  ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত রয়েছেন। এই শোয়ের বিচারকের ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে। বর্তমানে তাঁর ঝুলিতে একগুচ্ছ ছবি।

Srabanti Chatterjee: সমুদ্র সৈকতে বোল্ড লুকে শ্রাবন্তী, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায়

Follow Us

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যাঁর বোল্ড লুকে মুগ্ধ ভক্তমহল, সেই অভিনেত্রীর কেরিয়ারেই পরতে পরতে জড়িয়ে একাধিক কঠিন লড়াইয়ের কাহিনি। শ্রাবন্তী ছোট থেকেই অভিনয় জগতে পা রাখতে চেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সুযোগও চলে আসে তাঁর। আর সেদিন থেকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি জনপ্রিয় চরিত্র তাঁর ঝুলিতে। এখন তিনি ব্যস্ত দেবী চৌধুরানী ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তারই মাঝে খানিক ছুটি পেতেই সমুদ্র সৈতকে পারি দিলেন তিনি। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করতে দেখা গেল অভিনেত্রীকে। এবার সমুদ্র সৈকতে বোল্ডলুকে ধরা দিলেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া শ্রাবন্তীর এই লুকে মুগ্ধ সকলেই। লাল পোশাকে খোশ মেজাজে ধরা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভরে উঠল কমেন্ট বক্স। সকলেই তাঁর রূপের প্রশংসা করলেন।

বর্তমানে শ্রাবন্তী  ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত রয়েছেন। এই শোয়ের বিচারকের ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে। বর্তমানে তাঁর ঝুলিতে একগুচ্ছ ছবি। জিতু কামালের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফিরেছেন তিনি লন্ডন থেকে। তারপরই তিনি দেবী চৌধুরানী ছবির শুট নিয়ে ব্যস্ত। নিজেকে তৈরি করছেন শ্রাবন্তী এই চরিত্রের জন্য। রীতিমত শিখছেন একাধিক লড়াইয়ের কৌশল।

ছবিতে অভিনয়ের জন্য যেমন ওয়ার্কশপ চলছে, তেমনই ঘোড়সওয়ারিতেও পারদর্শী হতে হবে তাঁকে। কে তিনি? নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কেন এত হইচই? কারণ এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর কেউ নন, বাঙালির ‘কাল্ট’ নারী চরিত্র দেবী চৌধুরানী। একের পর এক অ্যাকশন সিকোয়েন্সের জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে শ্রাবন্তী। এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নতুন থেকে নতুনতর করে-চলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Next Article