Exclusive: সুন্দর থাকতে প্লাস্টিক সার্জারি-লিপ জব! কী বললেন শ্রাবন্তী?
প্রসঙ্গত, এই বছরেই শ্রাবন্তীর জন্য খুব গুরুত্বপূর্ণ। একের পর ছবি মুক্তি পেয়েছে-পাবেও। 'আমার বস', রবীন্দ্র কাব্য রহস্য, 'আড়ি'তে ডান্স নম্বর, আবার পুজোতে আসছে 'দেবী চৌধুরানী'। শ্রাবন্তীর পুজোর ছবি প্রতিযোগিতা করবে দেব এর 'রঘু ডাকাত ' ও নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'রক্তবীজ ২'-এর সঙ্গে।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। তাঁর মতো খুব কম শিশুশিল্পী রয়েছেন, যাঁরা বড় হয়ে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে পেড়েছেন। মজার বিষয় হল, শ্রাবন্তী ছোটবেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে যেমন অভিনয় করেছিলেন, ঠিক তেমনই বড় হয়ে বুম্বাদার নায়িকার চরিত্রেও জায়গা করে নিয়েছেন। শ্রাবন্তীর রূপের চর্চা সর্বত্র। মহিলা পুরুষ, নির্বিশেষে শ্রাবন্তীর রূপ লাবণ্যের তারিফ করে থাকে সকলেই। তবে সিনেপাড়ার বহু নায়িকাই নিজের রূপ ধরে রাখতে প্লাস্টিক সার্জারি থেকে লিপ জব, বোটক্স করে থাকেন। তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রকৃত সুন্দরী। এখনও পর্যন্ত তিনি সৌন্দর্য্য বাড়ানোর কোনও ধরনের সার্জারি করেননি।
সম্প্রতি শ্রাবন্তীর আগামী ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর প্রচারে এসে TV9 বাংলাকে এ বিষয় বললেন, ‘যাঁরা প্লাস্টিক সার্জারি করেন, তাঁরা করতেই পারেন, আমি এই বিষয়ে মনে করি, এতে যদি তাঁদের যদি দেখতে সুন্দর লাগে, সেটাতো ভাল বিষয়। তবে আমি নিজে কোনওদিন করার প্রয়োজন মনে করিনি। আমরা যাঁরা শ্যো-বিজনেসে আছি তাঁদের তো একটু খেয়াল রাখতেই হবে। তবে আমি এখনও কোনওরকম প্লাস্টিক সার্জারিতে যাইনি। মানে এখনও যেতে হয়নি। এর আর একটা কারণ হল, অমি সূচ খুব ভয় পাই। ইনজেকশন-এর সূচ দেখলেই সারা বাড়ি মাথায় তুলি। এখনও পর্যন্ত দরকার হয়নি, তবে আগামী সময়ে কী হবে বলতে পারব না। ”
তিনি আরও যোগ করেন, “আমি হ্যাপি গো লাকি ধরনের মানুষ। আমার মনে হয় মন ভাল থাকলে সেটা সৌন্দর্য্য প্রভাব পড়ে। তবে আমার বন্ধুরা অনেকেই এই ধরনের বিজ্ঞানের সাহায্য নিয়েছে, তাতে আমি কোনও দোষ দেখি না।”
প্রসঙ্গত, এই বছরেই শ্রাবন্তীর জন্য খুব গুরুত্বপূর্ণ। একের পর ছবি মুক্তি পেয়েছে-পাবেও। ‘আমার বস’, রবীন্দ্র কাব্য রহস্য, ‘আড়ি’তে ডান্স নম্বর, আবার পুজোতে আসছে ‘দেবী চৌধুরানী’। শ্রাবন্তীর পুজোর ছবি প্রতিযোগিতা করবে দেব এর ‘রঘু ডাকাত ‘ ও নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ ২’-এর সঙ্গে। তবে পুজোয় নারী কেন্দ্রীক ছবি হিসেবে এই বছরের ‘দেবী চৌধুরানী’ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ছবিটি অভিনেত্রী শ্রাবন্তীর জন্য কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকতে পারে।
