এত লুকিয়েও লাভ হল না, ফাঁস হয়ে গেল শ্রাবন্তীর অদেখা ভিডিয়ো!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 01, 2024 | 10:04 PM

Srabanti Chatterjee: কিছু দিন আগেই কলকাতায় এক প্রস্থ শুট হয়েছে এই ছবির। আদপে বাংলার কাস্ট নিয়ে তৈরি হলেও এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে।

এত লুকিয়েও লাভ হল না, ফাঁস হয়ে গেল শ্রাবন্তীর অদেখা ভিডিয়ো!
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Follow Us

পুরো ব্যাপারটা নিয়ে তাঁরা ছিলেন স্পিকটি নট। টিভিনাইন বাংলা পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর ম্যাগনাম ওপাসের শুটের কোনও ছবি ঠাই পাবে না সামাজিক মাধ্যমে। কিন্তু এ কী! ফাঁস হয়ে গেল ভিডিয়ো। এই মুহূর্তে টিম ‘দেবী চৌধুরানি’ শুটিং করছেন পুরুলিয়াতে। সেখান থেকেই এক পাপারাৎজি অ্যাকাউন্টে ফাঁস হয়ে গেলে ওই ছবির ‘বিটিএস’ অর্থাৎ বিহাইন্ড দ্য সিন। আলতা পরা পায়ের ছবি, পাহাড়ি ঝর্ণার ছবি সবই ধরা পড়ল সেই ভিডিয়োতে।

কিছু দিন আগেই কলকাতায় এক প্রস্থ শুট হয়েছে এই ছবির। আদপে বাংলার কাস্ট নিয়ে তৈরি হলেও এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। শুধু তাই নয় বঙ্কিমচন্দ্রের কাল্ট উপন্যাসকে কেন্দ্র করে তৈরি এই ছবির বাজেটও যে কোনও বাংলা ছবির বাজেটের থেকে বহুগুণ এগিয়ে। প্রযোজকও এ দেশের নন। সব মিলিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিতের এটি যে ড্রিম প্রজেক্ট হতে চলেছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

এই ছবির জন্য ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো শিখেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ওজনও ঝরিয়েছেন অনেকটাই। তবে দিনের শেষে জনতাই জনার্দন। উপন্যাস নিয়ে ছবি করলে চুলচেরা বিশ্লেষণ হয়েই থাকে। দিনের শেষে দর্শকের কাছে এই ছবি কতটা মনোগ্রাহী হয়ে ওঠে এখন সেটাই দেখার।