দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অবশেষে তা পূরণ করার পথে বেশ কিছুটা এগিয়ে গেলেন অভিনেত্রী (Actress) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি এখন শুধু আর অভিনেত্রী নন। পরিচালকও বটে। তাঁর প্রথম ছবি ‘বিটার হাফ’-এর শুটিং শুরু হয়েছে। শুরুর মুহূর্তে পাশে ছিলেন তাঁর বাবা এবং মেয়ে।
নিঃসন্দেহে শ্রীলেখার জীবনে আবেগঘন মুহূর্ত। বাবার হাতে ছিল ক্ল্যাপস্টিক। আর সেখান থেকেই প্রথম শটে যাওয়া। শ্রীলেখা জানালেন, স্বপ্নপূরণই বটে। আর বাবার হাতে তাঁর প্রথম পরিচালিত ছবির ক্ল্যাপস্টিক দেখে চোখে জল ধরে রাখতে পারেননি তিনি।
এই ছবির নাম ‘বিটার হাফ’। ক্যামেরার দায়িত্বে রয়েছেন জয়দীপ বসু। শ্রীলেখা ছাড়াও অভিনয় করছেন ভরত কল এবং চান্দ্রি মুখোপাধ্যায়। ছবির নামের মধ্যেই বিষয় নিয়েও ইঙ্গিত দিয়ে রেখেছেন শ্রীলেখা। বেটার হাফ-এর বাংলা অর্থ জীবনসঙ্গী। কিন্তু সত্যিই কি বেটার হাফ-এর সঙ্গে সেই সম্পর্ক থাকে আজীবন? বরং সম্পর্কটা তিক্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে। নিজে এমন বহু দম্পতিকে চেনেন শ্রীলেখা যাঁরা একে অপরের সঙ্গে থেকে খুশি নন। কিন্তু বাইরে তার উল্টো প্রকাশ। সেই সব অভিজ্ঞতাকেই এবার নিজের ছবিতে তুলে এনেছেন বলে দাবি করলেন।
Our film # bitterhalf #shootmodeon clicked by my team mate Subhabrata Chatterjee, my daughter giving the clapstick (family production)
Posted by Sreelekha Mitra on Sunday, January 31, 2021
স্পষ্ট কথার মানুষ শ্রীলেখা। কিছুদিন আগেই ইন্ডাস্ট্রির বেশ কিছু সুবিধেবাদ নিয়ে মুখ খুলেছিলেন। তা নিয়ে প্রফেশনাল জীবনে হয়তো সমস্যাতেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তার পরও নিজের বক্তব্যে অনড় থাকতে চান। কাজ করতে চান নিজের শর্তে।