AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

“বিজেমূল হইতে আর কতবার সাবধান করব…” কেন্দ্র-রাজ্য সরকারকে এক হাত নিলেন শ্রীলেখা

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরবার রাজ্য-কেন্দ্র দুই সরকারকে কটাক্ষ করে এসেছেন তাঁর বহু পোস্টে।

বিজেমূল হইতে আর কতবার সাবধান করব... কেন্দ্র-রাজ্য সরকারকে এক হাত নিলেন শ্রীলেখা
শ্রীলেখা।
| Updated on: May 18, 2021 | 2:13 PM
Share

কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে রাজ্যবাসী। হাসপাতাল বেড থেকে অক্সিজেন সিলিন্ডার, রেমডেসিভিরের খোঁজ চালাচ্ছেন আক্রান্তের পরিবারগুলো। মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষ। সেলেবরাও নিজেদের সাধ্যমতো বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তাঁদের একের পর এক পোস্ট, কোথায় অক্সিজেন, কোথায় করোনা রোগীদের জন্য হোম ডেলিভারির ফোন নম্বর, কোথায় আইসিইউ বেড পাওয়া যাচ্ছে, অনবরত খোঁজ দিয়ে চলেছেন তাঁরা। কেউ কেউ এই ভয়াবহ পরিস্থিতির জন্য আঙুল তুলছেন কেন্দ্রের দিকে কেউ বা রাজ্যের সরকারকে তুলোধোনা করছেন সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন বন্দুকের নলের সামনে ‘শেরনি’! পোস্টারে নজর কাড়ল বিদ্যার ওয়াইল্ড লুক

 

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরবার রাজ্য-কেন্দ্র দুই সরকারকে বারবার কটাক্ষ করে এসেছেন তাঁর বহু পোস্টে। আজ তিনি একটি ছবি শেয়ার করে লেখেন, ‘যাঁরা শুধু কেন্দ্রকে দুষছেন আর রাজ্যের চোখে ঠুলি এঁটেছেন এটা বিশেষ করে তাঁদের জন্য। বিজেমূল হইতে আর কতবার সাবধান করব আপনাদের? লেসার ইভিল থিওরি আর কপচাবেন না, যথেষ্ট হয়েছে।’

 

 

কী এমন ছিল সে-ই ছবিতে যে শ্রীলেখা একহাত নিলেন কেন্দ্র এবং রাজ্য সরকারকে? শ্রীলেখার পোস্ট করা ছবিতে লেখা রয়েছে—‘উত্তরপাড়া থেকে কলকাতায় করোনা রোগীকে আনতে অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হল ৩৩ হাজার টাকা। গহনা বন্ধক দিয়ে টাকা মেটালেন স্ত্রী। এই লজ্জা আমরা কোথায় রাখব? বড় বড় ভাষণ না দিয়ে কি.মি. পিছু ভাড়া নির্দিষ্ট করুক রাজ্য সরকার। প্রযোজনে কঠোর ব্যবস্থা নিক। প্রতি বৎসর ২ লাখ টাকা অনুদান পেয়ে ফূর্তি করেছে ক্লাবগুলি। কোথাও তারা এগিয়ে আসচে না কেন? লক্ষ লক্ষ টাকা পেয়েও সব ক্লাবই সেবাকার্যে অনুপস্থিত।—পিশাচহৃদয়ে এ কোন বাংলা—’