মাস ঘুরলেই বিবাহবার্ষিকী, তাই কি তারা মায়ের পুজো দিলেন শ্রীময়ী-কাঞ্চন?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 12, 2025 | 2:18 PM

Kanchan-Sreemoyee: তাঁরা দু'জনেই ঈশ্বরে বিশ্বাসী। ভগবানই যেন মিলিয়েছেন তাঁদের। বিয়ের পর থেকে সুযোগ পেলেই তাই বিভিন্ন মন্দিরে পুজো দিতে যান যুগলে। সেই ছবি মাঝে মাঝেই দেখা গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। কথা হচ্ছে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং স্ত্রী শ্রীময়ী চট্টরাজের।

মাস ঘুরলেই বিবাহবার্ষিকী, তাই কি তারা মায়ের পুজো দিলেন শ্রীময়ী-কাঞ্চন?

Follow Us

তাঁরা দু’জনেই ঈশ্বরে বিশ্বাসী। ভগবানই যেন মিলিয়েছেন তাঁদের। বিয়ের পর থেকে সুযোগ পেলেই তাই বিভিন্ন মন্দিরে পুজো দিতে যান যুগলে। সেই ছবি মাঝে মাঝেই দেখা গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। কথা হচ্ছে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং স্ত্রী শ্রীময়ী চট্টরাজের। তাই তো পৌষকালীর পুজো দিতে বীরভূমে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কপালে লাল তিলক, হাতে ভোগের থালা। গত কয়েক দিন ধরে বোলপুরে শুটিং করছিলেন কাঞ্চন।

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। শুক্রবার শেষ দিনের শুটিং ছিল তারাপীঠে। সে দিন কলকাতা থেকে গিয়েছিলেন শ্রীময়ীও। গত ২৪ ঘণ্টায় তাঁদের সেই ছবিই ভাইরাল। কপালে লাল তিলক, হাতে ভোগের থালা। শনিবার মায়ের মন্দিরে পুজো দিতে যান তাঁরা। সুযোগ পেলেই তাঁরা দেবতার স্থানে ঘুরে আসেন। তা সে শহরের মধ্যে হোক কিংবা শহরের বাইরে।

 

ছোট থেকেই সুযোগ পেলে তারাপীঠে যান শ্রীময়ী। পৌষমাসের শেষ শনিবার ভাল দিন তাই সুযোগ পেতেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। মায়ের ভোগেরও আয়োজন করেছিলেন তাঁরাই। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রীময়ী। পোলাও, খিচুড়ি, পাঁচ রকম ভাজা। তরকারি পায়েস। বীরভূমের প্রায় সব মন্দিরেই যাওয়ার ইচ্ছা তাঁদের। রবিবার রাতে কলকাতায় ফিরবেন তাঁরা। বাকি সময়টুকু শান্তিনিকেতনে নিজেদের মতো করে কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

Next Article