খলনায়িকা রাগিনীর চরিত্রে শ্রীময়ী, জনসমক্ষে এল লুক

কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভীর জন্ম হয়েছে কয়েক মাস আগে। এর মধ‍্যেই কাজে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে শ্রীময়ী কী বলছেন? ''এই বিষয়টা নিয়ে প্রথমে আমি কাঞ্চনের সঙ্গে কথা বলেছি। ও বলল, ‘মেয়েকে এটা দেখেই বড় হতে হবে যে, মা কাজে যাচ্ছে’। কাঞ্চনের তরফে এই উৎসাহ আমাকে কাজে ফেরার সিদ্ধান্ত নিতে সাহায‍্য করল। তবে মেয়েকে বড় করার জন‍্য যে কোনও সময়ে কাজে বিরতি নিতে হলে কোনও অসুবিধা নেই।''

খলনায়িকা রাগিনীর চরিত্রে শ্রীময়ী, জনসমক্ষে এল লুক

| Edited By: Bhaswati Ghosh

Apr 09, 2025 | 8:13 PM

নতুন বাংলা ধারাবাহিক আসছে, নাম ‘বুলেট সরোজিনী’। ধারাবাহিকের প্রধান মুখ দিয়া বসু। এর আগে ‘কনস্টেবল মঞ্জু’ ধারাবাহিকে দেখা গিয়েছে দিয়াকে। এটাও ত্রিকোণ প্রেমের গল্প। দিয়ার প্রেমিকের চরিত্রটি করছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিয়ার চরিত্রের বিয়ে হতে পারে যে চরিত্রের সঙ্গে সেটি করছেন অভিষেক বীর শর্মা। লক্ষণীয়, অভিষেকের মায়ের চরিত্রে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। তিনিই নাকি ধারাবাহিকের প্রধান খলনায়িকা।

২০২৪ সালে সেই যে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ , আজও তা বহাল রয়ে গিয়েছে। কখনও ব্যক্তিগত সমীকরণ, কখনও আবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবরের জেরে চর্চার কেন্দ্রে রয়ে গিয়েছেন তাঁরা। দু’ জনে গুছিয়ে নিয়েছেন ব্যক্তিজীবন। পাশাপাশি কেরিয়ারেও একাধিক নতুন ধাপে পা রাখতে দেখা গিয়েছে তাঁদের। সে শ্রীময়ী চট্টোরাজের ধারাবাহিকে ফেরার খবর হোক কিংবা হিন্দি ছবিতে কাঞ্চন মল্লিকের ম্যাজিক, দর্শক সবটাই গ্রহণ করেছেন। ‘রক্তবীজ টু’ ছবিতে দু’জনে কাজ করছেন একসঙ্গে। এবার শ্রীময়ীকে কোন লুকে বাংলা ধারাবাহিকে নিয়মিত দেখা যাবে, সেটা সামনে এল।

লক্ষণীয় কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভীর জন্ম হয়েছে কয়েক মাস আগে। এর মধ‍্যেই কাজে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে শ্রীময়ী কী বলছেন? ”এই বিষয়টা নিয়ে প্রথমে আমি কাঞ্চনের সঙ্গে কথা বলেছি। ও বলল, ‘মেয়েকে এটা দেখেই বড় হতে হবে যে, মা কাজে যাচ্ছে’। কাঞ্চনের তরফে এই উৎসাহ আমাকে কাজে ফেরার সিদ্ধান্ত নিতে সাহায‍্য করল। তবে মেয়েকে বড় করার জন‍্য যে কোনও সময়ে কাজে বিরতি নিতে হলে কোনও অসুবিধা নেই। আসলে মেয়ে এখন এতটাই ছোট, বেশিরভাগ সময়ে আমার মায়ের কাছে থাকে। মেয়েকে বড় করার সব খুঁটিনাটি আমি শিখে নিয়েছি। তবে মা এগুলো আরও ভালো পারে। তাই মায়ের কাছে মেয়েকে রেখে আমি নিশ্চিন্তেই শুটিং করতে পারব বলে মনে হচ্ছে’’।