‘নেহাত আমি বিবাহিত…’, মদন মিত্রকে পাশে নিয়ে খুনসুটি শ্রীময়ীর

টাইমস স্কোয়ার দুর্গাপুজোর মিউজিক ভিডিয়োতে চাঁদের হাট। ঋতুপর্ণা সেনগুপ্ত মধ্যমণি। তাঁর সঙ্গে নজর কেড়ে নিলেন শ্রীময়ী চট্টরাজ, চৈতি ঘোষালের মতো তারকারা। এই মিউজিক ভিডিয়োর লঞ্চ হলো বিজলী সিনেমা হলে। সেখানে ঢাকের তালে সুন্দরীদের সঙ্গে নাচলেন মদন মিত্র।

নেহাত আমি বিবাহিত..., মদন মিত্রকে পাশে নিয়ে খুনসুটি শ্রীময়ীর

| Edited By: Bhaswati Ghosh

Sep 10, 2025 | 10:12 AM

টাইমস স্কোয়ার দুর্গাপুজোর মিউজিক ভিডিয়োতে চাঁদের হাট। ঋতুপর্ণা সেনগুপ্ত মধ্যমণি। তাঁর সঙ্গে নজর কেড়ে নিলেন শ্রীময়ী চট্টরাজ, চৈতি ঘোষালের মতো তারকারা। এই মিউজিক ভিডিয়োর লঞ্চ হলো বিজলী সিনেমা হলে। সেখানে ঢাকের তালে সুন্দরীদের সঙ্গে নাচলেন মদন মিত্র।

এদিন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের প্রেমের মুহূর্তগুলো ছিল দেখার মতো। মিউজিক ভিডিয়ো লঞ্চের মাঝেই শ্রীময়ীর গালে চুমু খেলেন কাঞ্চন। শ্রীময়ী আবার বেজায় খুনসুটি করেছেন, মদন মিত্রকে নিয়ে। নেতার পাশে দাঁড়িয়ে শ্রীময়ী বলেন, ”ও লাভলি! আমাদের মিউজিক ভিডিয়ো কেমন লাগল? আমরা এই নাচে কিন্তু মদনদাকে মিস করেছি। একবার যদি তুমি তোমার দারুণ প্রেজেন্স নিয়ে আমাদের পাশে থাকতে…নেহাত বললাম না, এখন তো আমি বিবাহিত, কিন্তু ভালোবাসায় কোনও কমতি নেই। এই মানুষটাকে যতবারই দেখি, ততবারই ভালোলাগে। মনটা রঙিন। শুধু নেতা হিসাবেই নয়, ভীষণ ভালো মনের মানুষ মদনদা।”

এদিন শ্রীময়ীর প্রশংসা শুনে বেজায় খুশি ছিলেন মদন মিত্র। তিনিও জানালেন নতুন মিউজিক ভিডিয়োটি তাঁর বেশ ভালো লেগেছে। কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ এখন ঋতুপর্ণা সেনগুপ্তর পারিবারিক বন্ধু। নায়িকার বাড়িতে যে কোনও উত্‍সবে দেখা যায় তাঁদের। ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ীকে কবে কাজ করতে দেখা যাবে, সেই প্রশ্ন করেছিলেন অনুরাগীরা। তাঁদের আশা পূরণ করে এবার দুই অভিনেত্রী দুর্গাপুজোর আগেই এক গানে নাচলেন। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ শ্রীময়ী আপাতত ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন। মেয়েকে বড় করতেও অনেকটা সময় দিচ্ছেন। সামনে তাঁকে আর কোন নতুন কাজে দেখা যাবে, সেটা জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।