কাঞ্চনের সঙ্গে তখন আমার গভীর সম্পর্ক, এদিকে পিঙ্কি আর ছেলের সঙ্গে চলছে ভরা সংসার: শ্রীময়ী

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Aug 23, 2024 | 8:17 PM

Tollywood: গত ১৯ অগস্ট বন্ধুত্বের এক যুগ উদযাপন করেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। এ কথা সবাই জানেন ২০২৪ সালের বিয়ে সারেন টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীকে আইনি বিয়ের আগেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্য়ায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় কাঞ্চনের। অনেক দিনই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল না কাঞ্চনের।

কাঞ্চনের সঙ্গে তখন আমার গভীর সম্পর্ক, এদিকে পিঙ্কি আর ছেলের সঙ্গে চলছে ভরা সংসার: শ্রীময়ী

Follow Us

গত ১৯ অগস্ট বন্ধুত্বের এক যুগ উদযাপন করেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। এ কথা সবাই জানেন ২০২৪ সালের বিয়ে সারেন টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীকে আইনি বিয়ের আগেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্য়ায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় কাঞ্চনের। অনেক দিনই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল না কাঞ্চনের। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের তখন থেকে বন্ধুত্ব যখন তৃণমূল বিধায়ক ঘোরতর সংসারী। তাহলে তাঁদের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্কের শুরু হয় কবে থেকে? শোনা যায়, পিঙ্কির সঙ্গে তখন কাঞ্চনের সুসম্পর্ক। ছেলেও হয়ে গিয়েছে তাঁদের । সে সব জেনেই কাঞ্চনের প্রতি ভাল লাগা তৈরি হয়েছিল শ্রীময়ীর। সে কথা অকপটে স্বীকার করতে অসুবিধাও নেই অভিনেত্রীর।

TV9 বাংলার তরফে যখন এ বিষয়ে প্রশ্ন করেন, তিনি বলেন, “কাঞ্চন কিন্তু আমায় প্রোপজ করেনি এখনও। আমিই বরং ওকে বলেছিলাম আমার তোমাকে ভাল লাগে। তবে এটা বলে রাখি যে আমার যখন কাঞ্চনের সঙ্গে আলাপ তখন সে বিবাহিত। এমন ভাবনা কখনই ছিল না যে একজনের সংসার ভেঙে ঢুকে যাব। আমিও তখন খুব ছোট।”

পুরনো দিনের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তাঁদের সম্পর্কের কোনও নাম ছিল না। বন্ধুত্বের থেকে একটু বেশি গভীর হয়েছিল তাঁদের সম্পর্ক সেটা ঠিক। তিনি যোগ করেন,”আমাদের কোনও চাওয়া পাওয়া ছিল না। এখনও সেই বন্ধুত্বটা আমাদের মধ্যে রয়েছে। ওরা ঘুরতে যেত, ছেলের জন্মদিন ছবি ভাগ করে নিত। সে সব ছবি আমি দেখতাম। যদিও এত কাদা ছোঁড়াছুড়ির পর যে ভালবাসার মানুষটার সঙ্গে থাকতে পারছি সেটাই অনেক। আসলে সবটাই ভাগ্যের লিখন।” শ্রীময়ীর কথায় তাঁর স্বামী খুব প্রেমিক মানুষ। তবে এটা ঠিক পিঙ্কির সঙ্গে যখন সম্পর্কে ছিলেন কাঞ্চন তখনই নিজের মনের কথা জানিয়েছিলেন শ্রীময়ী।

অভিনেত্রী বলেন,”আমি ২০১৫-১৬ সাল নাগাদ কাঞ্চনদাকে বলেছিলাম আমার তোমাকে ভাল লাগে, তবে কেন ভাল লাগে সেটা জানি না।” যদিও তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি সোজা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শ্রীময়ীকে। বিয়ের প্রায় সাড়ে ছ’মাস পার তাঁদের। চুটিয়ে সংসার করছেন কাঞ্চন এবং শ্রীময়ী।

Next Article