‘নিজের চরকায় তেল দিন…’, ওশ প্রসঙ্গ উঠতেই নেটিজেনদের ধুয়ে দিলেন শ্রীময়ী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 04, 2025 | 3:28 PM

Viral Video: সম্প্রতি মমতা শঙ্করের সঙ্গে শ্রীময়ী একটি ছবি শেয়ার করায় নেটিজেনদের একাংশ মমতা শঙ্করকে কটাক্ষ করতে পিছপা হলেন না। আর সেই মন্তব্য চোখে পড়তেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তা দিলেন শ্রীময়ী।

নিজের চরকায় তেল দিন..., ওশ প্রসঙ্গ উঠতেই নেটিজেনদের ধুয়ে দিলেন শ্রীময়ী

Follow Us

শ্রীময়ী চট্টোরাজ, গত দেড় বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষের শিকার হয়েছেন তিনি। যদিও স্পষ্ট কথায় উত্তর দিতে কখনই পিছপা হননি। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট (কু-মন্তব্য) যাঁরা করেন, তাঁদের নিয়েও তাঁর খুব একটা মাথা ব্যথাও থাকে না। তবে এবার দুই বিষয় জবাব দেওয়াটা জরুরী মনে করলেন তিনি। সম্প্রতি মমতা শঙ্করের সঙ্গে শ্রীময়ী একটি ছবি শেয়ার করায় নেটিজেনদের একাংশ মমতা শঙ্করকে কটাক্ষ করতে পিছপা হলেন না। আর সেই মন্তব্য চোখে পড়তেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তা দিলেন শ্রীময়ী।

বললেন, “গত দুদিন আগে সম্ভবত আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখান থেকে আমি মমতা শঙ্কর দির সঙ্গে ছবি দিয়েছিলাম। সেখানে আমি নাম করে বলব, পম্পা ভট্টাচার্য মুখার্জি আপনি কমেন্ট করেছেন যে রুচিশীল মানুষ হয়ে কী ভাবে রুচিহীন এমন অমানুষগুলোর সঙ্গে বসেন। প্রথম কথা আমার মনে হচ্ছে– আপনি যদি এতই রুচিশীল হন তাহলে এত রুচিবোধ নিয়ে, রুচিশীল হয়েও হঠাৎ আমার প্রোফাইলে ঢুকে হঠাৎ আমার ছবিগুলো দেখছেন আবার মন্তব্যও করছেন! আমি বুঝতে পারলাম না। আমার তো মনে হচ্ছে আপনি যমেরও অরুচি। যমও আপনাকে নিয়ে যেতে ভয় পাবে। আর দ্বিতীয়ত আপনার বোধহয় একদম বাড়িতে কাজ নেই। আমার মনে হয় আপনার জীবনটা ফ্রাস্ট্রেশন ভরা। আপনি আপনার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে টিপ্পনি মার্কা মন্তব্য করেন। কম পয়সায় নেট পাচ্ছেন, সেই কারণে আপনি যা খুশি মন্তব্য করতে পারেন না। আপনার কোনও অধিকার নেই, আমার প্রোফাইলে মন্তব্য করার। নিজের প্রোফাইল লক করে রেখেছেন, আপনার পিছনে বিশাল ভয়। সাহস থাকলে সামনে এসে কথা বলুন। এবার আপনার ভয় হবে। আমি আপনাকে কোনওভাবে বিরক্ত করিনি। একজন মহিলা তো! আপনার হয়ে কথা বলতে নিজের খারাপ লাগে। আপনাদের বাড়তে দেওয়ার সুযোগটা বন্ধ করতে হবে।”

শ্রীময়ী আরও স্পষ্ট করে বলেন, “উনি বড় বড় কথা বলেন, আমার ব্যাপারে উনি কী বলেন সেটা আপনাকে বলবে কেন? আপনি এত শুনতে চান কেন? আর উনি শাড়ির আঁচল বা ড্রেস পরা নিয়ে যে কিছু বলেছেন সেটা তো ওঁর ব্যক্তিগত মতামত। আপনি জামা কাপড় না পরে হাঁটুন না। আমি আইনি পদক্ষেপ করব। চেনা মুখ অচেনা মুখ কারও ক্ষেত্রেই এসব লেখা যায় না। আপনার এত কাজ যে আপনাকে অন্যের প্রোফাইলে ঢুকে কথা বলতে হয়। আপনি বোধহয় বিয়ে করে সুখে নেই। কাউকেই ভাল রাখতে পারছেন না।”

একপর অপর একজন কাঞ্চনের প্রথম সন্তান ও স্ত্রীর থেকে কাঞ্চনকে আলাদা করে নেওয়া প্রসঙ্গে শ্রীময়ীকে কটাক্ষ করায় তিনি উত্তর দেন,  “আপনি কি জানেন কে কার থেকে কাকে ছাড়িয়ে এনেছেন? আপনি বোধহয় বিয়ে করে ভাল করে সুখে নেই! আপনি নিজের চরকায় তেল দিন। আমি আপনাদের কমেন্ট পড়তাম না। আপনাদের কমেন্ট পড়া মানে আপনাদের হাইলাইট করা। নর্দমার আবর্জনা ঘাঁটলে গন্ধ আসে।”

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, “আমাদের প্রোফাইলটা পাবলিক প্রোফাইল বলে, হাত আছে আর অফুরন্ত নেটওয়ার্ক আছে বলে যা খুশি লিখবো, তাও আবার তাঁর প্রাইভেট প্রোফাইলে ঢুকে, এটা একেবারেই কাম্য নয়। আপনাদের মতো মানুষগুলোর ফেসবুক একাউন্ট বন্ধ করে দেওয়া উচিত, যখন ভাল কিছু করতে পারেন না, তখন মানুষের খারাপ কিছু করার অধিকারও আপনার নেই। আর সর্বক্ষেত্রেই দেখছি কিছু কিছু মহিলারাই এই নোংরামি করছেন। যাদের নিজস্ব কোন পরিচয় নেই, সামনে এসে কথা বলার সাহস নেই, পেছনে বসে বসে এই নোংরামোগুলো না করে, ভাল কিছু করুন। নিজেকে সময় দিন, কে কী করল, তাঁর সংসারে কান না পেতে হাঁড়ির খবর না নিয়ে, নিজেকে একটু আপগ্রেটেড করুন।”