‘অনাবৃত’ শ্রীময়ী, কাঞ্চন-পত্নীকে এই ভাবে আগে কখনও দেখেছেন?

Sreemoyee-Kanchan: আর পাঁচটা মেয়ের মতো এমন অনেক কিছুই তিনি করে উঠতে পারেন না। মা হওয়ার আগেও জীবনের অনেক শখকে আড়ালে রাখতে হয়েছিল। তবে এখন আর তাঁর কোনও লুকোছাপা নেই। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। এখন অবশ্য তাঁর আরও একটা পরিচয়। তিনি হলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী।

অনাবৃত শ্রীময়ী, কাঞ্চন-পত্নীকে এই ভাবে আগে কখনও দেখেছেন?

| Edited By: উত্‍সা হাজরা

Nov 12, 2024 | 7:50 PM

আর পাঁচটা মেয়ের মতো এমন অনেক কিছুই তিনি করে উঠতে পারেন না। মা হওয়ার আগেও জীবনের অনেক শখকে আড়ালে রাখতে হয়েছিল। তবে এখন আর তাঁর কোনও লুকোছাপা নেই। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। এখন অবশ্য তাঁর আরও একটা পরিচয়। তিনি হলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ের পর মার্চ মাসে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন।

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। একের পর এক নেতিবাচক মন্তব্য ধেয়ে এসেছিল তাঁদের দিকে। তার পর থেকে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে সচরাচর আলোচনা করতে মোটেই রাজি নন তরকা দম্পতি। তাই মেয়ে হওয়ার খবরও ঘুণাক্ষরে টের পেতে দেননি তাঁকে। মেয়ে হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত জানতে পারেননি কেউ। কাঞ্চন চাননি কেউ জানতে পারুক এই খবর তাই সবটাই লুকিয়ে গিয়েছিলেন তাঁরা। তাই তো অন্ত্বঃসত্ত্বা অবস্থার কোনও ছবিই দেখা যায়নি সমাজমাধ্যমের পাতায়।

 

মেয়ে হওয়ার পর একের পর এক ছবি আসছে প্রকাশ্যে। কয়েক দিন আগে শ্রীময়ী পোস্ট করেছিলেন তাঁর সাত মাসের সাধের ছবি। মঙ্গলবার পোস্ট করলেন নিজের ‘ম্যাটার্নিটি ফটোশুট’-এর ছবি। শ্রীময়ীর ছবি দেখলে খানিকটা দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের কথা মনে পড়তেই পারে। কয়েক মাস আগেই এমনই ম্যাটার্নিটি ফটোশুটের ছবি পোস্ট করেছিলেন বলি নায়িকা। এমনই সাদা-কালো ছবি। শ্রীময়ীর ছবিও তেমনই সাদা-কালো। অনাবৃত স্ফীতোদর। পরম যত্নে দু’হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। পরনে সাদা চাদর। তবে এই শুটে কাঞ্চনকে দেখা যায়নি। শ্রীময়ী আগেই জানিয়েছিলেন যে অনেক শখ করে তিনি এই শুট করেছিলেন। কিন্তু কাঞ্চন চাননি বলে ছবি পোস্ট করেননি। অবশেষে মেয়ে হওয়ার পর নিজের শখ পূরণ করলেন তিনি।