সেপ্টেম্বরের প্রথমে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। শ্রীময়ী-কাঞ্চনের প্রেম থেকে বিয়ে সব নিয়েই বিস্তর আলোচনা হয়েছে। মেয়ে হওয়ার পর থেকে সেই আলোচনা আরও বেড়েছে।
তাই অভিনেতা হাতজোড় করে সকলের কাছে অনুরোধ করেছিলেন যেন এই বিতর্কে কোনও ভাবেই তাঁর সদ্যোজাতকে না জড়ানো হয়। মেয়ে হওয়ার পর অনেকটা ওজনও বেড়ে গিয়েছে শ্রীময়ীর। তা নিয়েও কম আলোচনা হয়নি। বাড়তি ওজন, চেহারা নিয়েও শ্রীময়ীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। সন্তান জন্মের পর নিজের যত্ন কী ভাবে নিচ্ছেন অভিনেত্রী? শ্রীময়ী নির্দিষ্ট কোনও ডায়েট মেনে চলছেন? তা জানতেই TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় শ্রীময়ীর সঙ্গে।
সঙ্গে সঙ্গে তাঁর উত্তর ছোট মেয়েকে সামলে খুব কঠিন একটা বিষয়। সন্তান জন্মানোর পর সারা রাত জাগা তার পর ব্রেস্ট ফিডিং সব মিলিয়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যে যাচ্ছেন সে কথাই জানালেন শ্রীময়ী। অভিনেত্রী বলেন, “আমি তো খুব খেতে ভালবাসি। তাই ডায়েট করা আমার জন্য খুব কঠিন।
তবে এটা ঠিক মেয়ে হওয়ার পর একটু মেনে চলতে হচ্ছে। চিকিত্সকের পরামর্শ নিয়ে চলতে হচ্ছে। যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করাই তাই আমি উল্টোপাল্টা কিছু খেলে বাচ্চার উপর প্রভাব পড়বে। একদিন বিরিয়ানি খেয়েছিলাম ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল। তবে আমায় বাইরের খাবার খেতে একেবারে মানা করা হয়েছে। কিন্তু তাও আমি লোভে পড়ে খেয়ে নিচ্ছি। তবে অদ্ভুত ভাবে কোনও ডায়েট ছাড়াই এক ধাক্কায় ৮ কেজি ওজন কমে গিয়েছে আমার। মেয়ে হওয়ার আগে আমার ওজন ছিল ৯০ কেজি। এখন তা কমে দাঁড়িয়েছে ৮২কেজি।”