‘১১২ কেজি ওজনের জন্য…’ নীতিপুলিশি নিয়ে মুখ খুললেন শ্রীনন্দা

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 13, 2024 | 10:55 AM

বর্তমানে সিলভার স্ক্রিনের সবাই প্রায় সক্রিয় তাঁদের সমাজমাধ্যমের পাতায়। এই মুহূর্তে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের ভিডিয়ো খুবই ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। যেখানে তিনি কখুনও রান্নার ভিডিয়ো ভাগ করে নেন। কখনও মেকআপের ক্লাস দেন। তেমনই এ দিন ভাগ করে নিলেন নিজের ছোটবেলার কথা।

১১২ কেজি ওজনের জন্য... নীতিপুলিশি নিয়ে মুখ খুললেন শ্রীনন্দা

Follow Us

বর্তমানে সিলভার স্ক্রিনের সবাই প্রায় সক্রিয় তাঁদের সমাজমাধ্যমের পাতায়। এই মুহূর্তে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের ভিডিয়ো খুবই ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। যেখানে তিনি কখুনও রান্নার ভিডিয়ো ভাগ করে নেন। কখনও মেকআপের ক্লাস দেন। তেমনই এ দিন ভাগ করে নিলেন নিজের ছোটবেলার কথা। শহরের বিখ্যাত পরিবারে জন্ম হওয়ায় বেশ চাপের মধ্যেই কেটেছে তাঁর ছোটবেলা। ছোটবেলার কথা বলতে গিয়ে তিনি বলেন অনেকবার বডি শেমিং সহ্য করতে হয়েছে তাঁকে। বিখ্য়াত নৃত্যশিল্পী আনন্দ শংকর এবং তনুশ্রী শংকরের মেয়ে শ্রীনন্দা। তিনি জানালেন বর্তমানে এই সোশ্যাল মিডিয়া কটাক্ষ তাঁকে
ঠিক কতটা বিব্রত করেছে। একটি রিল ভিডিয়োও তৈরি করেন তিনি।

যেখানে শ্রীনন্দা বলেন, “গোটা জীবনে আমাকে যে পরিমাণ বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে, ছোটবলায়, তরুণী অবস্থায়, আমার মনে হয় জনসম্মুখে ওরকম অবস্থা আর কারও হয়েছে। জনসম্মুখে বললাম কারণ আমার পরিবার জনপরিচিত। আমার তো পরিবারের নাম ব্যবহার করতে ভালোও লাগে না, কিন্তু পদবিটা তো আর ফেলে দিতে পারি না! তবে আমি অন্তত আমার পরিবারের পরিচয় ব্যবহার করে কাজ পাওয়ার চেষ্টা করিনি। আমি সবসময়ই এসবের থেকে দূরে থাকতে চেয়েছিলাম… তুমি এটা করতে পারবে না, তোমার ওভাবে থাকা উচিত।”

সেই সঙ্গে নিজের বৃদ্ধি পাওয়া ওজন নিয়েও সরাসরি কথা বলেন শ্রীনন্দা। তিনি বলেন, “আমার ছোটবেলা অনেক ওজন ছিল। প্রায় ১১২ কেজি। কেউ কখনও জিজ্ঞাসা করেনি কেন এরকম। অনেকসময় আমরা এমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাই, যখন আমরা মন ভালো করতে খাবার খাই। আমি নিশ্চিত তোমরা অনেকেই আমার কথার সঙ্গে সহমত হবে। আর এরপর ওজন কমানোর জন্য, আমি বোকা বোকা কাজ করা শুরু করি। যেগুলো সরাসরি আমার স্বাস্থ্যে প্রভাব ফেলে। এখন আমি নিজের খাবারের একটা ব্যালেন্স তৈরি করতে পেরেছি। তা হয়তো তোমাদের সঙ্গে ভাগও করে নেব। তবে, আমাকে যেমন মোটা হওয়ার জন্য কটাক্ষ করা হয়েছে, তেমন রোগা হওয়া নিয়েও। শুধু একটা কথাই বলতে চাই, আপনাদের প্রোফাইল লক, প্রোফাইল ফোটোটাও দেখা যায় না! সুতরাং আপনারা কে আর কী বললেন তাতে আমার কিছু যায় আস না। আমার যেটা করার, আমি সেটাই করব।”

Next Article