করোনা (covid 19) আতঙ্ক গত এক বছর ধরে তাড়া করছে গোটা বিশ্বকে। এখন করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে বিশ্ব। অন্তত এমনটাই মত চিকিৎসকদের বড় অংশের। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে বিভিন্ন মহলে। কিন্তু অনেকেই এখনও ততটা সচেতন নন। মুম্বইয়ে রয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর (Sreenanda Shankar)। করোনার কারণে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
শ্রীনন্দা লিখেছেন, ‘একটি সিল করে দেওয়া বাড়িতে রয়েছি আমি। মুম্বইতে নিয়ম হচ্ছে, কোনও বহুতলে পাঁচজন কোভিড আক্রান্ত হলে সেই বহুতল বন্ধ করে দেওয়া হয়। লবিতে গিয়েও কিছু নিতে গেলে মনে হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে রয়েছি। দয়া করে সকলে মাস্ক পরুন।’
শ্রীনন্দা নিজেই জানিয়েছেন, অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন। স্বাদ, গন্ধ না পাওয়া অবস্থায় যাঁরা সাধারণ জীবন যাপন করছেন, তাঁরা শ্রীনন্দার কাছে ‘ক্রিমিনাল’। তাঁর কথায়, ‘আপনি হয়তো ঠিক হয়ে যাবেন। কিন্তু আপনি কারও মৃত্যুর কারণ হতে পারেন…।’
শ্রীনন্দার এই পোস্টে ইন্ডাস্ট্রির বহু সদস্য কমেন্ট করেছেন। সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে সব মহলে। এখনও সচেতন হওয়ার সময় রয়েছে। হয়তো বিপদ কিছুটা আটকানো সম্ভব। গত বছরের মতো লকডাউন পরিস্থিতি কেউই চান না। বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন শ্রীনন্দা। কার্যত বন্দি জীবন কাটাতে হচ্ছে তাঁকে। সে কারণেই একজন সচেতন নাগরিক হিসেবে নিজের পরিস্থিতির কথা শেয়ার করেছেন তিনি।