সুরাটে কনসার্ট বাতিল করলেন শ্রেয়া ঘোষাল, টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে

কাশ্মীরের ঘটনার পর শ্রেয়া আর অরিজিত্‍ সিং কনসার্ট বাতিল করলেন। কতদিন পর থেকে তাঁরা আবার এমন অনুষ্ঠানে ফিরবেন, সেই ব্যাপারে কিছু ঘোষণা করেননি। বলিউডে ছবির মুক্তি ঘিরে কিছু অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। টলিপাড়াতেও একটা ছবির সাকসেস পার্টি বাতিল করা হয়েছে।

সুরাটে কনসার্ট বাতিল করলেন শ্রেয়া ঘোষাল, টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে

| Edited By: Bhaswati Ghosh

Apr 26, 2025 | 4:34 PM

২৬ তারিখ সুরাটে শ্রেয়া ঘোষালের কনসার্ট ছিল। এমন কনসার্টে গান শোনার জন্য শ্রোতারা বেশ কিছুটা আগে থেকেই টিকিট কেটে রাখেন। তারপর টিকিটের মূল্য হয় চড়া। তবে যে সংস্থা এই কনসার্ট সাজানোর দায়িত্বে ছিল, তারা আর শ্রেয়া মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত এই কনসার্ট হবে না। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।গত মঙ্গলবার দুপুর থেকেই কাশ্মীরে জঙ্গি হামলা ঘিরে তোলপাড় গোটা দেশ। পর্যটকদের ওপর চালানো এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ২৮ জন বা তার বেশি। তারপরই শোক প্রকাশ করেছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। শ্রেয়া লিখেছেন, ”আমি পহেলগাঁওয়ের ঘটনার কথা মাথা থেকে বের করতে পারছি না। ওখানে ভয়ঙ্কর কোলাহলের পর এখন যে চুপচাপ অবস্থা, সেটা ভাবাচ্ছে। সেসব পরিবারের কথা ভাবছি, যাঁদের জীবনটা আর কখনওই আগের মতো হবে না। আমার হৃদয় ভেঙে গিয়েছে এটা জেনে যে, এত সুন্দর, শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ গেল। সেসব প্রাণ যাঁদের সঙ্গে হিংসার কোনও যোগ নেই, অথচ তাঁরা এমন ঘটনার ভিক্টিম হলো। দেশের আত্মায় এটা আঘাত। আমার হৃদয় তাঁদের সকলের সঙ্গে আছে, যেসব পরিবার এমন যুক্তিহীন হিংসার শিকার হয়েছে। আমরা আপনাদের মতোই শোকাহত। এই ঘটনা আমরা মনে রাখব।” কাশ্মীরের ঘটনার পর শ্রেয়া আর অরিজিত্‍ সিং কনসার্ট বাতিল করলেন। কতদিন পর থেকে তাঁরা আবার এমন অনুষ্ঠানে ফিরবেন, সেই ব্যাপারে কিছু ঘোষণা করেননি। বলিউডে ছবির মুক্তি ঘিরে কিছু অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। টলিপাড়াতেও একটা ছবির সাকসেস পার্টি বাতিল করা হয়েছে।