আইরার জন্মদিন, অন্ধকার সময়ে ভিডিয়োকলেই ‘বু’-এর মুখে হাসি ফোটাচ্ছে একরত্তি

মা মিথিলাও মেয়ের নানা বয়সের ছবির কোলাজ শেয়ার করেছেন তার সোশ্যাল প্ল্যাটফর্মে। সেখানে আইরার নানা বয়সের ছবি। জন্মের, বড় হওয়ার এবং আরও বড় হওয়ার... মিথিলা লিখেছেন, "তোমায় মেয়ে আমি আশীর্বাদধন্য। মা হওয়ার আট বছর পার। শুভ জন্মদিন।" এসেছে শুভেচ্ছা বার্তা। এসেছে সুস্থ থাকার কামনাও।

আইরার জন্মদিন, অন্ধকার সময়ে ভিডিয়োকলেই 'বু'-এর মুখে হাসি ফোটাচ্ছে একরত্তি
পরিবারের সঙ্গে সৃজিত।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2021 | 10:03 AM

‘ফুরফুরে এক রোদের জন্মদিন’… মহামারি, অতিমারি, অক্সিজেনের হাহাকার…সোশ্যাল মিডিয়ায় একের পর এক হেল্পলাইনের নাম্বার শেয়ার, অপর প্রান্তে কাতর আর্তি, “সৃজিত দা, নাগেরবাজারের পেশেন্টের খুব খারাপ অবস্থা? লিড আছে কোনও”… এ সবের মাঝেই আজকের দিনটা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাছে খানিক অন্যরকম। আজ অর্থাৎ শুক্রবার আইরার জন্মদিন। সৃজিতের মেয়ের জন্মদিন। সৃজিত যদিও বলছেন, তাঁর জীবনকে হঠাৎ করেই মূল্যবান করে তুলেছে যে… তার জন্মদিন আজ …

মায়ের সঙ্গে আইরা এখন বাংলাদেশে। করোনার কারণে এই মুহূর্তে সেখানে চলছে কড়া লকডাউন। ‘বু’-কে সামনাসামনি দেখার উপায় নেই। তাই ভিডিয়োকলেই চলল বাবা-মেয়ের উইশ পর্ব। সে ছবি শেয়ার করেছেন সৃজিত নিজেই। লিখেছেন, “এই অন্ধকার সময়েও যে কারণে আমি হাসতে পারি, যে কারণে জীবনের মানে খুঁজে পাই… সেই কারণের আজ জন্মদিন।”

মা মিথিলাও মেয়ের নানা বয়সের ছবির কোলাজ শেয়ার করেছেন তার সোশ্যাল প্ল্যাটফর্মে। সেখানে আইরার নানা বয়সের ছবি। জন্মের, বড় হওয়ার এবং আরও বড় হওয়ার… মিথিলা লিখেছেন, “তোমায় মেয়ে আমি আশীর্বাদধন্য। মা হওয়ার আট বছর পার। শুভ জন্মদিন।” এসেছে শুভেচ্ছা বার্তা। এসেছে সুস্থ থাকার কামনাও।

আরও পড়ুন–‘রানি রাসমণী’র পাশাপাশি করোনার হানা ‘কী করে বলব তোমায়’-এর সেটেও

বিগত বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সৃজিত মুখোপাধ্যায়ের প্রোফাইল অক্সিজেন, বেড জুগিয়েছে বেশ কিছু মানুষের। হঠাৎ করেই যে ঘুচে গিয়েছে সেলেব-সাধারণ বেরিয়ার। সৃজিতকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে তাঁর বলার কিছুই নেই। তাঁর চেয়েও অনেক মানুষ অনেক বেশি কাজ করছেন। তবে শত ব্যস্ততার মধ্যেও মেয়ের জন্মদিন ভোলেননি তিনি। হাজার হোক, ‘কারণ’-এর জন্মদিন বলে কথা…।