হিন্দি ধারাবাহিকে সুযোগ পেলেন সৃজনী

'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। সেই ধারাবাহিকে মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়ের মতো সৃজনীর চরিত্রও দর্শকের পছন্দ হয়েছিল। বেঙ্গল টপার হতে পেরেছিল ধারাবাহিকটা। খবর হলো, লীনা গঙ্গোপাধ্যায় নতুন একটা হিন্দি ধারাবাহিকের গল্পের চলন নির্ধারণ করছেন। সেখানে একটা পার্শ্বচরিত্রে দেখা যাবে সৃজনীকে। ধারাবাহিকের প্রধান মুখ সিমরন রাওয়াল।

হিন্দি ধারাবাহিকে সুযোগ পেলেন সৃজনী

| Edited By: Bhaswati Ghosh

May 05, 2025 | 10:17 AM

এবার হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী সৃজনী মিত্র মুস্তাফিকে। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। সেই ধারাবাহিকে মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়ের মতো সৃজনীর চরিত্রও দর্শকের পছন্দ হয়েছিল। বেঙ্গল টপার হতে পেরেছিল ধারাবাহিকটা। খবর হলো, লীনা গঙ্গোপাধ্যায় নতুন একটা হিন্দি ধারাবাহিকের গল্পের চলন নির্ধারণ করছেন। সেখানে একটা পার্শ্বচরিত্রে দেখা যাবে সৃজনীকে। ধারাবাহিকের প্রধান মুখ সিমরন রাওয়াল। ‘দঙ্গল’ চ্যানেলে দেখা যাবে এই ধারাবাহিক। বাংলায় ধারাবাহিক করছেন এমন অনেকেই হিন্দি ধারাবাহিকের জন্য অডিশন করতে চান। অনেকে বেশ কিছু অডিশন দিয়ে ব্যর্থ হয়েছেন। আবার বাংলা ধারাবাহিকে নায়িকা হিসাবে কাজ করেছেন, এমন অনেকে হিন্দি ধারাবাহিকের প্রধান মুখ হওয়ার সুযোগ পেয়েছেন। যেমন অদ্রিজা রায় হিন্দি ধারাবাহিকের প্রধান মুখ হলেন। বাংলায় সফল ধারাবাহিকে কাজ করার পর হিন্দিতে ধারাবাহিক করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি এখন হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে গিয়েছেন। দেবচন্দ্রিমা আর অদৃজা দুই অভিনেত্রীকে মুম্বই শহরে অনেক সময়ে দেখা যায় একসঙ্গে। একটু পিছিয়ে গেলে দেখা যাবে মৌনী রায় থেকে সায়ন্তনী ঘোষের মতো অভিনেত্রীরা বাংলা ছবি বা ধারাবাহিকের উপর জোর না দিয়ে হিন্দি ধারাবাহিকের উপর জোর দিয়েছিলেন। তাঁদের পরিচিতি এসেছে সেখান থেকেই। বাংলায় এখন কাজ কমছে। ধারাবাহিকের প্রচুর শিল্পী কাজ পেলেও, সিনেমার সংখ্যা কমছে। তাই টলিউডের প্রথম সারির নায়িকারাও মুম্বই শহরে কাজ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। সেই নিরিখে সৃজনীর কাছে যে সুযোগ এসেছে, তাতে তিনি সফল হলে, কেরিয়ারে উন্নতি হতে পারে।