মন্দার বাজারে ‘অনুরাগের ছোঁয়া’র ছক্কা, হইহই করে ৮০০ পর্ব পার সিরিয়ালের

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 31, 2024 | 4:19 PM

Anurager Chhowa: গত এক বছরে সিরিয়াল পাড়ার একটাই ট্রেন্ড। খুব বেশি দিন গড়াচ্ছে না কোনও সিরিয়ালই। কোনও গল্পের মেয়াদ হচ্ছে ছয় মাস তো কোনও গল্পের সময়সীমা দাঁড়াচ্ছে তিন মাস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ৮০০ পর্ব পার করল 'অনুরাগের ছোঁয়া'। বলা যেতে পারে বর্তমানে সিরিয়াল পাড়ায় সর্বোচ্চ বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। সূর্য আর দীপার প্রেম যে দর্শকের মনে ধরেছে সেই নম্বরই তো তার প্রমাণ।

মন্দার বাজারে অনুরাগের ছোঁয়ার ছক্কা, হইহই করে ৮০০ পর্ব পার সিরিয়ালের

Follow Us

গত এক বছরে সিরিয়াল পাড়ার একটাই ট্রেন্ড। খুব বেশি দিন গড়াচ্ছে না কোনও সিরিয়ালই। কোনও গল্পের মেয়াদ হচ্ছে ছয় মাস তো কোনও গল্পের সময়সীমা দাঁড়াচ্ছে তিন মাস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ৮০০ পর্ব পার করল ‘অনুরাগের ছোঁয়া’। বলা যেতে পারে বর্তমানে সিরিয়াল পাড়ায় সর্বোচ্চ বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল।

সূর্য আর দীপার প্রেম যে দর্শকের মনে ধরেছে সেই নম্বরই তো তার প্রমাণ। গত এক বছর ধরে প্রায় প্রতিটা সপ্তাহে টিআরপি তালিকায় এক নম্বরে ছিল এই গল্প। মাঝে নম্বর খানিকটা পড়ে গেলেও আবারও প্রথম দশে জায়গা করে নেয় এই সিরিয়াল। ধুমধাম করে ৮০০ পর্ব উদযাপন করল গোটা টিম। এসেছিল বিশেষ দুটো কেকও। কেক কেটে বিশেষ দিনটা সেলিব্রেট করল তারা। ৮০০ পর্ব পার হয়ে গেলেও গল্প কিন্তু এখনও থামছে না। নতুন দিকে মোড় নেবে ‘অনুরাগের ছোঁয়া’র কাহিনি। বড় হয়ে যাবে সোনা এবং রূপা। অর্থাৎ সূর্য-দীপার গল্প শেষ হবে আর কয়েক দিনে। শুরু হবে নতুন গল্প।

 

ইতিমধ্যে সবাই জেনে ফেলেছেন যে সিরিয়ালের এই নতুন পর্বে দেখা যাবে বেশ কিছু নতুন মুখ। তার মধ্যে বড় চমক হল দিতিপ্রিয়া রায়। বহু বছর পর আবার সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী। শেষ রানি রাসমণির চরিত্রে অভিনেত্রীর অভিনয় বিস্তর প্রশংসা কুড়িয়েছিল। তার পর ছোট পর্দা থেকে মাঝে কয়েক দিনের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। মাঝে তিনি হাত পাকিয়েছেন বিভিন্ন ওয়েব সিরিজ এবং বড় পর্দার কাজে। এবার রূপার বড়বেলার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। তাঁর এক নতুন হিরোও দেখা যাবে এমনটাই আশা করছেন সবাই। উল্লেখ্য, অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব দেখার অপেক্ষায় সবাই। ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া অটো চালাচ্ছেন। যা দেখে আবার অবাকও হয়েছেন অনেকে। তবে তাঁদের এই ৮০০ পর্বের সেলিব্রেশন যে নতুন কিছু সূচনা করতে চলেছে সেটা ভেবেই খুশি ছোট পর্দার দর্শক।

Next Article