Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছোট্ট নরম আঙুলের ছোঁয়ায় প্রথম সেলফি তুলল পিগি চপসের কন্যা মালতি, ভাইরাল সেই ঝাপসা ছবি

Malti-Marie-Priyanka: মায়ের মতই হয়েছে মালতি। ছটফটে বাচ্চাটি মায়ের ফোন ছিনিয়ে নিয়েছে হাত থেকে। তারপর ছোট্ট-ছোট্ট আঙুল দিয়ে পটাপট তুলেছে নিজের কিছু সেলফি। অস্পষ্ট হলেও মালতির তোলা প্রথম সেলফি দেখে আনন্দে আটখানা হয়ে গিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। একটুও সময় নষ্ট না করে প্রত্যেকটি অস্পষ্ট ছবি সোশ্যাল মিডিয়ার পর্দায় পোস্ট করেছেন তিনি। এবং তারপরই সে পেয়েছে প্রিয়াঙ্কার অনুগামীদের থেকে ভালবাসা এবং আদর।

ছোট্ট নরম আঙুলের ছোঁয়ায় প্রথম সেলফি তুলল পিগি চপসের কন্যা মালতি, ভাইরাল সেই ঝাপসা ছবি
প্রিয়াঙ্কা চোপড়া- তালিকায় থাকা সেলেবদের তুলনায় প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম মাইনে অনেকটাই বেশি ছিল। ৫০০০ টাকা পেয়েছিলেন তিনি প্রথম প্রজেক্টের জন্যে।
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 6:06 PM

মায়ের মতই হয়েছে মালতি। ছটফটে বাচ্চাটি মায়ের ফোন ছিনিয়ে নিয়েছে হাত থেকে। তারপর ছোট্ট-ছোট্ট আঙুল দিয়ে পটাপট তুলেছে নিজের কিছু সেলফি। অস্পষ্ট হলেও মালতির তোলা প্রথম সেলফি দেখে আনন্দে আটখানা হয়ে গিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। একটুও সময় নষ্ট না করে প্রত্যেকটি অস্পষ্ট ছবি সোশ্যাল মিডিয়ার পর্দায় পোস্ট করেছেন তিনি। এবং তারপরই সে পেয়েছে প্রিয়াঙ্কার অনুগামীদের থেকে ভালবাসা এবং আদর।

মালতির বয়স হয়ে গিয়েছে দুই। ছোট্ট মেয়েটা অসম্ভব দূরন্ত হয়েছে। সামনেও বসে থাকতে পারে না সে। সারা বাড়ি ছুটে বেড়ায়। তার পিছন-পিছন ছোটেন প্রিয়াঙ্কা এবং তাঁর সহকারীরা। বিষয়টা দারুণ উপভোগ করেন অভিনেত্রী। মালতি মেরি চোপড়া জোনাস পরিবারের আদরের ধন। তাঁকে বকা যায় না। তাঁকে অতিরিক্ত শাসন করা যায় না। আধো-আধো কথা বলে সে। মাকে যেন চোখে হারায়। মনে করে মায়ের সবকিছুই তার। মাকে অনুকরণও করে ছোট্ট মালতি। মালতি এখন সোশ্যাল মিডিয়ায় ‘MM’ নামে পরিচিত। মালতি মেরির ছোট্ট ফর্ম।

সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী পপ গায়ক নিক জোনাস। দু’বছর আগে সুখবর দিয়েছিলেন প্রিয়াঙ্কা এবং নিক। সোশ্যাল মিডিয়ায় মাঝরাতে জানিয়েছিলেন, তাঁরা বাবা-মা হয়েছেন। তারপরেই জানা গেল, প্রিয়াঙ্কা নিজে নন, সারোগেট মায়ের সাহায্যেই সন্তানের জন্ম দিয়েছেন। মালতির জন্মের পর নিজের পৃথিবী আমূল পাল্টে ফেলেছেন প্রিয়াঙ্কা। মালতির প্রথম জন্মদিন হওয়ার পরই প্রথম তার মুখ প্রকাশে এনেছিলেন প্রিয়াঙ্কা। সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই ছোট্ট তারকা সন্তান।