Subhashree Ganguly: উপচে পড়ছে ‘প্রেগন্যান্সি গ্লো’, ৭ মাসের সাধভক্ষণ শুভশ্রীর

Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী। ইউভান জন্মের প্রায় তিন বছর বাদে আবারও তিনি অন্তঃসত্ত্বা। এই প্রেগন্যান্সি কি অপরিকল্পিত? মা হওয়ার ঘোষণা করতেই এই প্রশ্নই করেছিলেন অনেকে। এ নিয়ে টিভি নাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ।

Subhashree Ganguly: উপচে পড়ছে প্রেগন্যান্সি গ্লো, ৭ মাসের সাধভক্ষণ শুভশ্রীর
৭ মাসের সাধভক্ষণ শুভশ্রীর

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 25, 2023 | 6:49 PM

 

ডিসেম্বরে মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারের সাজ সাজ রব। এ দিন অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হয়ে গেল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। হাজির ছিলেন তার পরিবারে প্রিয়জনেরা। গতবারের মতো এবার এই অনুষ্ঠানে শাড়ি পরেননি শুভশ্রী। তাঁকে দেখা গেল এক ফ্লোরাল চুড়িদারে। সঙ্গে পরেছিলেন ঝুমকো কানের দুল। মাথা ভর্তি ছিল লাল সিঁদুর। প্রেগনেন্সি গ্লো যেন সারা শরীরে ছড়িয়ে পড়েছে নায়িকার। বেশ কিছু ছবি পোস্ট করে শুভশ্রী লিখলেন, “সাধভক্ষণ”।

একদিন আগেই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন শুভশ্রী। গিয়েছিলেন কাজে। ফিরে এসেই স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে এক আদরের ছবি পোস্ট করেছিলেন তিনি। আর দিন দুয়েক বাদেই শুভশ্রীকে ছেড়ে রাজ উড়ে যাবেন মুম্বইয়ে। সেখানে এক গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে তাঁর। মিটিং রয়েছে এক গুরুত্বপূর্ণ ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। এই মুহূর্তে তুঙ্গে তাঁর ও শুভশ্রীর কেরিয়ার। ‘আবার প্রলয়’ সুপারহিট। এই সিরিজের পরিচালক রাজ। আর এই সিরিজের মধ্যে দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন শুভশ্রী।

দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী। ইউভান জন্মের প্রায় তিন বছর বাদে আবারও তিনি অন্তঃসত্ত্বা। এই প্রেগন্যান্সি কি অপরিকল্পিত? মা হওয়ার ঘোষণা করতেই এই প্রশ্নই করেছিলেন অনেকে। এ নিয়ে টিভি নাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ। তিনি বলেছিলেন, “একেবারেই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।”