
রাজ চক্রবর্তীর জীবনে প্রথম প্রেম শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন। শুভশ্রীর জীবনেও তাই। তবে সাতপাক ঘোরার সময় বাকি জীবনটা একসঙ্গে কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দু’জন দু’জনকে। সেই একসঙ্গে জীবন যাপনেরই সাত বছর পার। বিবাহবার্ষিকীতেই আবেগঘন দুজনেই। দেখতে দেখতে অনেকটা পথ পার। বর্তমানে তাঁদের দুই সন্তান। চুটিয়ে সংসার করছেন তাঁরা। পাশাপাশি কাজেও নজর কাড়ছেন জুটি। জনপ্রিয় এই জুটিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলছেন সকলে। বিয়ের সাত বছর পার হয়ে গেলেও রাজ-শুভশ্রীর জীবনে প্রেম চলছে ভরপুর। মাঝে বিধায়ককে নিয়ে অন্য নায়িকার গসিপ রটলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বুদবুদের মতো উবে গিয়েছে। আপাতত প্রেমেই আছেন দু’জনে। আছেন ভরপুর ভালবাসায়।
একদিকে ব্যারাকপুরের দায়িত্ব অন্যদিকে পরিচালকের দায়িত্ব– এই দুই-ই শক্ত হাতে সামলাচ্ছেন রাজ চক্রবর্তী। এই বিশেষ দিনে রাজকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শুভশ্রী। লিখেছেন, ‘হ্যাপি সেভেন্থ।’
রাজ শুভশ্রীর করা সেই পোস্টটিই আরও একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। রাজ-শুভশ্রী টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে দর্শক মহলে নিত্য চর্চা বর্তমান।