Exclusive: ‘এখন আমি দেখতে চাই…’, ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে কী বললেন শুভশ্রী?

এই খবর সামনে আসার পর থেকেই একশ্রেণির মনে প্রশ্ন উঠেছে, দেব-শুভশ্রী কি একসঙ্গে ছবির প্রচারে থাকবেন? ছবির মুক্তি নিয়ে শুভশ্রীর কী প্রতিক্রিয়া? বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্যস্ত তাঁর আগামী ছবি 'গৃহপ্রবেশ'এর প্রচার নিয়ে।

Exclusive: এখন আমি দেখতে চাই..., ধূমকেতুর মুক্তি নিয়ে কী বললেন শুভশ্রী?

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 04, 2025 | 3:15 PM

দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির শেষ ছবি ‘ধূমকেতু’ নিয়ে দর্শক মনে বরাবরই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এই জুটির অনুরাগীরা সুযোগ পেলেই প্রশ্ন তুলতেন, ‘কবে মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’’?  যদিও তার সঠিক উত্তর এতদিনে ভাইরাল। ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। কোনও এক রিয়্যালিটি শোয়ে এসে কখনও শুভশ্রী প্রশ্ন তুলেছিলেন, ছবির মুক্তি নিয়ে, কখনও দেবও অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে আক্ষেপ করতেন। তবে অবশেষে কেটেছে জটিলতার সকল মেঘ। হাসি ফিরেছে টলিপাড়ার দর্শকদের মুখে। রানা সরকার এবং দেব প্রযোজিত এই ছবি অবশেষে মুক্তি পেতে চলেছে। ২৩ মে দেবের প্রযোজনা সংস্থা থেকে এই খবর প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়।

আর এই খবর সামনে আসার পর থেকেই একশ্রেণির মনে প্রশ্ন উঠেছে, দেব-শুভশ্রী কি একসঙ্গে ছবির প্রচারে থাকবেন? ছবির মুক্তি নিয়ে শুভশ্রীর কী প্রতিক্রিয়া? বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্যস্ত তাঁর আগামী ছবি ‘গৃহপ্রবেশ’এর প্রচার নিয়ে। তারই ফাঁকে  TV9 বাংলা তাঁকে ‘ধূমকেতু’-র মুক্তি নিয়ে প্রশ্ন করে। শুভশ্রীও খোলা মনে উত্তর দিলেন।

শুভশ্রী বললেন, “প্রথমত, এই ছবি মুক্তিতে এখনও অনেকটা সময় বাকি আছে। ওটা নিয়ে আলাদা করে আড্ডায় তো বসবই আমরা। আমি এটুকু বলতে পারি, এই যে এত বছরের অপেক্ষা, ‘ধূমকেতু’ কবে আসবে, ‘ধূমকেতু’ কবে আসবে, সেটা আসছে ১৪ অগাস্ট। এখন আমি সত্যি দেখতে চাই উত্তেজনাটা কত বড় হতে পারে। এই ছবিটাকে মানুষ কত বড় করতে পারে, সেটা আমি দেখতে চাই। আমাদের যা করার আমরা করে দিয়েছি। ‘ধূমকেতু’ আসছে, কবে আসবে, আসবে কি আসবে না, সে উত্তর আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু মানুষের পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু পাশ হতে হবে।” অর্থাৎ নায়িকার কথায়, এখন এটাই দেখার, বহু প্রতীক্ষিত এই ছবিকে দর্শক ঠিক কতটা ভালবাসা দিয়ে সফল করে তোলেন।